India Women's

ইংল্যান্ডের সামনে হরমনপ্রীতরা, উদ্বেগ ক্যানবেরার বায়ুদূষণ নিয়ে

বিশ্বকাপের আগে এই ত্রিদেশীয় সিরিজে ভারত সুযোগ পাবে নিজেদের খুঁতগুলো মেরামত করার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২০ ০৫:৫৭
Share:

নজরে: ত্রিদেশীয় সিরিজের ট্রফি নিয়ে ফোটো সেশনে তিন অধিনায়ক। বাঁ দিকে ভারতের হরমনপ্রীত কৌর। টুইটার

পরের মাসেই মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই মহড়ায় অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি ত্রিদেশীয় প্রতিযোগিতায় খেলতে নামছে হরমনপ্রীত কৌরের দল। আজ, শুক্রবার প্রথম ম্যাচে ভারতের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড।

Advertisement

অস্ট্রেলিয়ায় আসার আগে ভারত অধিনায়ক হরমনপ্রীত বলেছেন, ‘‘আমাদের প্রধান লক্ষ্য হল চাপ সামলানো। আগের দুটো বিশ্বকাপে আমরা চাপ সামলাতে না পেরেই হেরে গিয়েছিলাম। তাই এ বার আমাদের লক্ষ্য থাকবে খেলাটা উপভোগ করা।’’

বিশ্বকাপের আগে এই ত্রিদেশীয় সিরিজে ভারত সুযোগ পাবে নিজেদের খুঁতগুলো মেরামত করার। প্রথম প্রস্তুতি ম্যাচে অবশ্য হারতে হয়েছে ভারতকে। প্রতিযোগিতা শুরুর আগের দিন ক্যানবেরায় হরমনপ্রীত বলেছেন, ‘‘আমাদের এই দলটায় অভিজ্ঞতা কম। তরুণ দল নিয়ে এসেছি। আমাদের মধ্যে পাঁচ-ছ’জনের বেশি কারও অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা নেই।’’ ভারত অধিনায়ক স্বীকার করেছেন, প্রথম প্রস্তুতি ম্যাচে তাঁরা আশা অনুযায়ী খেলতে পারেননি। হরমনপ্রীত বলেছেন, ‘‘অস্ট্রেলিয়ার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াটা সহজ নয়। প্রস্তুতি ম্যাচে নিজেদের দক্ষতা অনুযায়ী খেলতে পারিনি। প্রতিযোগিতায় সেই ঘাটতি পুষিয়ে দিতে চাই।’’ এ দিকে, ক্যানবেরার বায়ুদূষণ নিয়ে উদ্বেগ রয়েছে। সিরিজ চলাকালীন বায়ুর গুণগত মানের মাত্রার উপরে নজর রাখা হবে।

Advertisement

ডব্লিউ ভি রামন কোচ হওয়ার পর থেকে ভারতীয় দল ভাল খেলে চলেছে। রামন মনে করেন, বিশ্বকাপের আগে এই ত্রিদেশীয় সিরিজ ভাল প্রস্তুতি মঞ্চ হবে হরমনপ্রীতদের জন্য। ২১ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার মাটিতেই বসছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।

এই ত্রিদেশীয় সিরিজে ভারতের প্রথম ম্যাচের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের অধিনায়ক হিদার নাইট বলেছেন, ‘‘অ্যাশেজে আমরা খারাপ খেলেছিলাম। তার পরে আমাদের দলে বেশ কিছু পরিবর্তন হয়েছে। মানসিকতাতেও বদল হয়েছে। আমরা নিজেদের বদলে ফেলতে পেরেছি।’’ যোগ করেন, ‘‘এখন ব্যক্তিগত ভাবে দলের সবাই বিশেষ বিশেষ দায়িত্ব নিচ্ছে। আমরা জানি, কাকে কী করতে হবে। এখন আমাদের পরীক্ষা বিশ্বের দুই সেরা দলের বিরুদ্ধে। আমরা কতটা প্রস্তুত, সেটা এই সিরিজে বোঝা যাবে।’’

অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং মেনে নিয়েছেন এই প্রতিযোগিতায় তাঁদের কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে। ল্যানিংয়ের কথায়, ‘‘অতীতে দেখা গিয়েছে, যখনই ভারত বা ইংল্যান্ডের সঙ্গে আমাদের লড়াই হয়েছে, দারুণ উত্তেজক সব ম্যাচ হয়েছে।’’

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ: ভারত বনাম ইংল্যান্ড। সরাসরি সোনি টেন থ্রি, সোনি টেন থ্রি এইচ ডি চ্যানেলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement