Team India

Shooting Event: জুনিয়র বিশ্ব শুটিংয়ে সোনা মেয়েদের

পুরুষদের দলগত বিভাগে ভারতের অভিযান শেষ হল ব্রোঞ্জ পদকে। রাজবীর গিল, আয়ুষ রুদ্ররাজু ও অভয় সিংহ শেখোঁকে নিয়ে গঠিত ভারতীয় পুরুষরা হারায় তুরস্ককে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২১ ০৯:৪০
Share:

দুরন্ত: দলগত সোনার সঙ্গে ব্যক্তিগত রুপো গনেমতের। টুইটার

পেরুতে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে পদক আনলেন ভারতীয় শুটারেরা। মহিলাদের দলগত স্কিট ইভেন্টে সোনা পেল ভারত।

Advertisement

আরিবা খান, রাইজ়া ধিলোঁ, গনেমত শেখোঁকে নিয়ে মহিলাদের স্কিট ইভেন্টের জন্য গঠিত ভারতীয় দল সোনা পেয়েছে ৬ পয়েন্ট সংগ্রহ করে। তাঁরা হারান ইটালিকে। প্রতিযোগিতায় এটা ভারতের দ্বিতীয় সোনা জয়।

পুরুষদের দলগত বিভাগে ভারতের অভিযান শেষ হল ব্রোঞ্জ পদকে। রাজবীর গিল, আয়ুষ রুদ্ররাজু ও অভয় সিংহ শেখোঁকে নিয়ে গঠিত ভারতীয় পুরুষরা হারায় তুরস্ককে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement