ব্যাটে-বলে কেরামতি, অ্যাডিলেডে দুর্দান্ত জয় টিম ইন্ডিয়ার

নয়া ফর্ম্যাটের শুরুতেই চমক টিম ইন্ডিয়ার। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই জয় দিয়ে শুরু করল তারা। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স গোটা টিমেরই। অ্যাডিলেড ওভালে ৩৭ রানে অজিদের হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল ধোনিবাহিনী। অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান সিরিজ হাতছাড়া করার পরও দমেনি তারা। মঙ্গলবার শুরু থেকেই টিম ইন্ডিয়ার বডি ল্যাঙ্গুয়েজ ছিল পজিটিভ। বিরাট কোহলি, রোহিত শর্মা, সুরেশ রায়না ব্যাটিংয়ের পর বাকি কাজ সারেন ভারতীয় বোলাররা। ম্যাচের সেরা হলেন কোহলি (অপরাজিত ৯০)।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৬ ১৪:২৫
Share:

স্পিনারদের হাতেই কুপোকাত। এএফপি-র তোলা ছবি।

নয়া ফর্ম্যাটের শুরুতেই চমক টিম ইন্ডিয়ার। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই জয় দিয়ে শুরু করল তারা। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স গোটা টিমেরই। অ্যাডিলেড ওভালে ৩৭ রানে অজিদের হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল ধোনিবাহিনী। অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান সিরিজ হাতছাড়া করার পরও দমেনি তারা। মঙ্গলবার শুরু থেকেই টিম ইন্ডিয়ার বডি ল্যাঙ্গুয়েজ ছিল পজিটিভ। বিরাট কোহলি, রোহিত শর্মা, সুরেশ রায়না ব্যাটিংয়ের পর বাকি কাজ সারেন ভারতীয় বোলাররা। ম্যাচের সেরা হলেন কোহলি (অপরাজিত ৯০)।

Advertisement

ওয়ান ডে সিরিজের ফলাফলকে অতীতে ফেলে এ দিননতুন উৎসাহে মাঠে নামে ভারতীয় টি-টোয়েন্টি দল। অ্যাডিলেড ওভালে সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় দলে নেওয়া এসেছেন দুই নতুন মুখ। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার সঙ্গে টি-টোয়েন্টিতে অভিষেক হল পেসার জসপ্রীত বুমরাহের। পাশাপাশি, নবাগত ব্যাটসম্যান ট্র্যাভিস হেডকে মাঠে নামায় অজিরা। আর ২০১১-র আইসিসি বিশ্বকাপের পর এই প্রথম অস্ট্রেলিয়া দলে শন টেট।


• অ্যাডিলেডে প্রথম টি-টোয়েন্টিতে ৩৭ রানে জয়ী ভারত।

Advertisement

• অশ্বিন, বুমরাহ, জাডেজা, পান্ডিয়ার দু’টি করে উইকেট।

• পর পর দুই উইকেট খুইয়ে অজিদের রান ১৫ ওভারে ১২৪-৬।

• ১১ ওভারে ৯৩-৪।

• ফিরলেন নবাগত ব্যাটসম্যান হেড।

• ১০ ওভারের শেষে অস্ট্রেলিয়ার রান ৯১-৩।

• আউট! জাডেজার স্পিনে উইকেট হারালেন স্টিভ স্মিথ (২১ রান)।

• ৫.১ ওভারেই ভিতরেই প্রথম আঘাত ভারতের। ওয়ার্নারকে ফেরালেন বুমরাহ।

• অস্ট্রেলিয়ার সামনে ১৮৯ রানেট টার্গেট।

• ভারতের রান ১৮৮-৩।

• নট আউট থাকলেন মহেন্দ্র সিংহ ধোনিও (৩ বলে ১১ রান)।

• শতরান থেকে মাত্র ১০ রান দূরে থামলেন কোহলি। তবে ভারতীয় ইনিংসের শেষে অপরাজিত (৯০) হয়েই প্যাভিলিয়নে ফিরলেন তিনি।

• এই ফর্ম্যাটেও ওয়ান ডে-র ফর্ম দেখাচ্ছেন কোহলি। হাফ সেঞ্চুরি এল তাঁর ব্যাট থেকে।

• ১৪ ওভারের শেষে ভারতের রান ১১৭-২।

• ক্রিজে বিরাট কোহলি ও সুরেশ রায়না।

• ১৪ ওভারের শেষে ভারতের রান ১১৭-২।

• ক্রিজে বিরাট কোহলি ও সুরেশ রায়না।

• ১০ ওভারের পর ভারতের রান ৭৯-২।

• মাত্র ১ রান পরেই প্যাভিলিয়নে শিখর (৫ রান)। ফের ওয়াটসনের বলে উইকেট এল। ভারত ৪১-২।

• ৪.১ ওভারে রোহিতকে (৩১ রান) ফেরালেন ওয়াটসন।

• ২ ওভারের শেষে ভারতের রান ১৮-০।

• ১ ওভারের শেষে ভারতের রান ১০-০।

• ওপেনিং করতে নেমেছেন রোহিত শর্মা ও শিখর ধবন।

• অজিদের হয়ে বল হাতে শন টেট।

• টসে জিতে ভারতকে আগে ব্যাট করতে পাঠালেন অস্ট্রেলীয় অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement