হার-না-মানা: গোল করার পরে রূপিন্দর সিংহের উচ্ছ্বাস। হকি ইন্ডিয়া টুইটার
হকিতে ২০১৬ সালের পরে প্রথম অস্ট্রেলিয়াকে হারাল ভারত। ২৪ ঘণ্টা আগেই মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে হরমনপ্রীত কৌরেরা চমকে দেন অস্ট্রেলিয়াকে হারিয়ে। শনিবার হকিতে এত বড় সাফল্য এল আর এক হরমনপ্রীতের (সিংহ) সৌজন্যে। তিনিই ম্যাচের সেরা। নির্ধারিত সময় ফল ছিল ২-২। টাইব্রেকারে ভারত ৩-১ ম্যাচ বার করে। শুক্রবার দু’দেশের প্রথম লেগে মনপ্রীতরা ২-৩ হেরেছিল। একদিনের মধ্যে যার জবাব দিলেন গ্রাহাম রিডের ছেলেরা।
হরমনপ্রীত এ দিন পেনাল্টি কর্নার থেকে গোলও করেন। ২৭ মিনিটে। যার ঠিক ২ মিনিট আগে সমতা ফেরান রুপিন্দর সিংহ পেনাল্টি কর্নারেই। ২৩ মিনিটে প্রথম গোল করে অস্ট্রেলিয়ার ট্রেন্ট মিট্টন। আরান জ়ালেস্কির গোলে ৪৬ মিনিটে ২-২ হয়। এ দিনও অসাধারণ গোলরক্ষা করলেন পি আর সৃজেশ। ৩০ সেকেন্ডের মধ্যে অস্ট্রেলিয়ার পেনাল্টি স্ট্রোক আটকান। টাইব্রেকারেও জ্বলে ওঠেন। টাইব্রেকারে নিজের দ্বিতীয় গোল করেন হরমনপ্রীত। অন্য দু’টি গোল বিবেক প্রসাদ ও ললিত উপাধ্যায়। শনিবার জিতে ২ পয়েন্ট পেল ভারত। টুইটারে অভিনন্দনের বন্যায় ভাসলেন মনপ্রীতেরা। এমনকি ভারতের উন্নতি দেখে প্রতিবেশী দেশ পাকিস্তানে সোশ্যাল মিডিয়ায় বিস্ময় প্রকাশ করলেন হকিপ্রেমীরা। আর হরমনপ্রীত বলে গেলেন, ‘‘বুঝিয়ে দিয়েছি, চেষ্টা করলে কতটা উন্নতি করতে পারি আমরা।’’