—ফাইল চিত্র।
আসন্ন টোকিয়ো অলিম্পিক্সে পদক জয়ের নিরিখে সেরা নজির গড়তে পারে ভারত। এমনই ধারণা অলিম্পিক্সে ব্যক্তিগত বিভাগে দেশের একমাত্র সোনাজয়ী শুটার অভিনব বিন্দ্রা। তাঁর মতে, প্রতিটি অ্যাথলিটেরই পদক জয়ের ভাল সম্ভাবনা রয়েছে টোকিয়োয়।
উল্লেখ্য, অলিম্পিক্সের ইতিহাসে ভারতের সব চেয়ে ভাল ফল হয়েছিল ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে। সোমবার বণিক সভার একটি ওয়েবিনারে হাজির হয়ে বিন্দ্রা বলেন, ‘‘করোনাভাইরাস সংক্রমণের কারণে টোকিয়ো অলিম্পিক্সের সময় বদলে গিয়েছে। কিন্তু আমি আশাবাদী, টোকিয়োতেই এ বার ভারত পদকপ্রাপ্তির নিরিখে সব চেয়ে ভাল ফল করতে পারে।’’ যোগ করেন, ‘‘খেলায় কোনও ভবিষ্যদ্বাণী হয় না। কিন্তু আমার আশা, লন্ডন অলিম্পিক্সের চেয়েও এ বার ভাল ফল করবে ভারত।’’
২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে শুটিংয়ে সোনা পেয়েছিলেন অভিনব বিন্দ্রা। তাঁর কথায়, ‘‘প্রতিটি অ্যাথলিটই পদক আনতে পারে অলিম্পিক্স থেকে। গত দু’তিন বছরে সেই ক্ষমতার পরিচয় দিয়েছে ওরা। এটা কেবল শুটিং নয়। অন্য ইভেন্টের ক্রীড়াবিদদের জন্যও এই কথাটি প্রযোজ্য। টোকিয়ো অলিম্পিক্স থেকে পদক আনার মতো বহু সম্ভাবনাময় অ্যাথলিট এ বার ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে। তবে এটাও ঠিক, পদক পাওয়ার বিষয়টি নির্ভর করে ওই বিশেষ দিনে কে কী রকম পারফরম্যান্স করবে তার উপরে।’’
তাঁর সময়ে ১০ মিটার এয়ার রাইফেলে বিশ্বজয়ী এই শুটার ২০১৬ সালে রিয়ো অলিম্পিক্সের পরে মনোনিবেশ করেছেন উদ্যোগপতি হিসেবে। তাঁর কথায়, ‘‘নতুন ভূমিকায় যখনই কোনও মুশকিলে পড়ি, তখন মনে করি খেলোয়াড় হিসেবে এ রকম পরিস্থিতিতে আমি অতীতে কী ভাবে সমস্যামুক্ত হয়েছিলাম।’’
তাঁর খেলা শুটিং সম্পর্কে বিন্দ্রা আরও বলেন, ‘‘ভারতীয় শুটিংয়ে দাপিয়ে বেড়াচ্ছে নবীন সব প্রতিভা। কিন্তু আমাদের সময়ে তা ছিল না। ছোটবেলায় আমাকে লড়তে হত বয়সে দ্বিগুণ বা তিনগুণ বড়দের সঙ্গে। তবে সেটাও একটা বড়
পরীক্ষা ছিল।’’