শতরানের পর অধিনায়ক বিরাট কোহালি। ছবি পিটিআই।
• অধিনায়ক বিরাট কোহালি ব্যাট করছেন ১৫৬ রানে। সঙ্গে রয়েছেন রোহিত শর্মা। তিনি ৬ রানে ব্যাট করছেন।
• প্রথম দিনের শেষে ভারতের রান চার উইকেটে ৩৭১।
• মাত্র ১ রানে আউট রাহানে।
• ১৫৫ রান রানে রানে আউট হলেন মুরলী বিজয়।
• শেষ বেলায় পর পর দুই উইকেট হারাল ভারত।
• দেড়শো রান করলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি।
• ৮২ ওভারে ২ উইকেটে ৩৫০ রান ভারতের।
• ১৫০ রাল করলেন মুরলী বিজয়।
• ৩০০ রান টপকালো ভারত।
• ৬২ ওভারের শেষে ভারত ২৬৯/২
• ফের শতরান করলেন বিরাট কোহালি। মরসুমে এটি তাঁর ১১তম শতরান।
• টি ব্রেক।
• ৫৭ ওভারে ভারতের রান দুই উইকেটে ২৪৫।
• ৯৪ রানে ব্যাট করছেন তিনি।
শনিবার কোটলায় মুরলী বিজয় এবং অধিনায়ক বিরাট কোহালি। এপি।
• শতরানের লক্ষ্যে এগিয়ে চলেছেন ভারত অধিনায়ক।
• শতরান করলেন মুরলী বিজয়।
• ৪৬ ওভারে ২০০ টপকালো ভারত।
• ৩৮ ওভারে ভারতের স্কোর দুই উইকেটে ১৬৮।
• পঞ্চাশ করলেন বিরাট কোহালি।
• টেস্ট ক্রিকেটে পাঁচ হাজার রান করলেন বিরাট কোহালি।
• লাঞ্চের পর মাঠে নামলেন দুই দলের ক্রিকেটারেরা।
• লাঞ্চ ব্রেক।
• ব্যাট করছেন মুরলী বিজয় এবং অধিনায়ক বিরাট কোহালি।
• ভারতের স্কোর দুই উইকেটে ১১৬।
• পঞ্চাশ করলেন মুরলী বিজয়।
সিরিজ জয়ের লক্ষ্যে নেমে শুরুতেই ধাক্কা খেল বিরাট বাহিনী। মাত্র ২০ ওভারের মধ্যে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে টিম ইন্ডিয়া। আউট হয়েছেন শিখর ধবন এবং টেস্টে কোহালির বিরাট ভরসা চেতেশ্বর পূজারা।
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয়েই একমাত্র লক্ষ্য কোহালির। আর সেই লক্ষ্যেই শনিবার কোটলায় টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক। আগের ম্যাচে না থাকলেও এ দিন দলে ফিরেছেন শিখর ধবন, মহম্মদ শামি। কিন্তু, ফিরলেও খুব একটা সুবিধা করতে পারলেন না গব্বর। মাত্র ২৩ রানেই এই ভারতীয় বাঁ হাতি ওপেনারকে প্যাভিলিয়নে ফেরত পাঠান পেরেরা। দলের স্কোর তখন ৪২।
আরও পড়ুন: প্রস্তুতি নিয়ে বিরাট কটাক্ষ শ্রীলঙ্কা দলের
পরিচিত তিন নম্বরে নেমে সুবিধা করতে পারলেন না পূজারা। দলীয় ৭৮ রানের মাথায় গামাগের বলে আউট হন তিনি।