BCCI

India vs Sri Lanka ODI: প্রথম টস জিতেই গব্বর শিখর ধবন, দেখুন ভিডিয়ো

ধবন টস জিতেই গব্বর হয়ে ওঠেন। তাঁর পরিচিত ভঙ্গিতে উরুতে চাপড় মেরে বাঁ পা অর্ধেকটা তুলে ধরেন। ধবনের কীর্তি দেখে শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শনকা এবং ম্যাচ রেফারি রঞ্জন মদুগালেও হেসে ফেলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২১ ১৬:৪৪
Share:

টস জিতে ধবনের উল্লাস। ছবি টুইটার

এক অধিনায়ক টস জেতেন, আর একজন হারেন। এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই। শিখর ধবনের টস জেতার মধ্যেও কোনও চমক নেই। কিন্তু টস জিতে তিনি যেটা করলেন, তা অভূতপূর্ব। টসের সময় আগে কখনও এরকম হয়নি। আর তাই নিয়ে হইচই নেটদুনিয়ায়।

Advertisement

টস জিতে ‘গব্বর’ হয়ে হাজির হলেন ভারত অধিনায়ক ধবন। শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনকা কয়েন ঘোরান। ধবন ‘হেড’ ডাকেন। ম্যাচ রেফারি রঞ্জন মদুগালে বলেন, ‘হেড ডাকা হয়েছে। হেডই পড়েছে।’

ধবন টস জিতেই গব্বর হয়ে ওঠেন। তাঁর পরিচিত ভঙ্গিতে উরুতে চাপড় মেরে বাঁ পা অর্ধেকটা তুলে ধরেন। ধবনের কীর্তি দেখে শনকা এবং মদুগালেও হেসে ফেলেন।

Advertisement

ভারত অধিনায়ক হিসেবে এই প্রথম টস জিতলেন ধবন। প্রথম দুটি ম্যাচেই টস জিতেছিল শ্রীলঙ্কা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement