প্রথম টি-টোয়েন্টিতে জয়ের পর ভারতীয় দল। ছবি - টুইটার
শ্রীলঙ্কাকে হেলায় ৩৮ রানে হারিয়ে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতে নিল ভারত। ভুবনেশ্বর কুমার ২২ রানে ৪ উইকেট নিলেন। দীপক চাহার নিলেন ২৪ রানে ২ উইকেট।
বরুণ চক্রবর্তী পেলেন প্রথম আন্তর্জাতিক উইকেট। শ্রীলঙ্কা ১২৪ রানে ৮।
১৬তম ওভারের পঞ্চম বলে আবার উইকেট নিলেন এই ডানহাতি জোরে বোলার। শ্রীলঙ্কা ১১৩ রানে ৬।
২৬ বলে ৪৪ রান করে দাপট দেখানো চারিথ আসালঙ্কাকে ফিরিয়ে দিলেন দীপক চাহার। ১১১ রানে ৫ উইকেট হারিয়ে আরও চাপে শ্রীলঙ্কা
দ্রুত রান তুলতে গিয়ে হার্দিকের বলে আউট হলেন আশিন বান্দানা। ৯০ রানে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার চাপ বাড়ল।
হাতে বেশি রান নেই। মাঝের ওভারে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের উপর চাপ বাড়াচ্ছেন যুজবেন্দ্র চহাল ও বরুণ চক্রবর্তী।
চাপ বাড়াচ্ছে ভারতের বোলিং। এই অবস্থায় শ্রীলঙ্কাকে জিততে হলে ৬০ বলে আরও ১০১ রান করতে হবে।
আভিস্কা ফার্নান্দোকে সাজঘরে ফিরিয়ে বিপক্ষের উপর চাপ বাড়ালেন ভুবি। শ্রীলঙ্কা ৫০ রানে ৩।
বল হাতে নিয়েই ধনঞ্জয় ডি সিল্ভাকে ফেরালেন চহাল। ৪৮ রানে ২ উইকেট হারাল শ্রীলঙ্কা।
প্রথম ম্যাচ জেতার জন্য এখনও ৮৪ বলে ১১৯ রান করতে হবে।
ক্রুনাল পাণ্ড্য বল হাতে নিতেই শ্রীলঙ্কার প্রথম উইকেটের পতন। ২৫ রানে ১ উইকেট হারাল মিকি আর্থারের দল।
দুই ওভারের শেষে শ্রীলঙ্কার রান ২০।
সূর্য কুমার যাদব ৩৪ বলে ৫০ ও শিখর ধবন ৩৬ বলে ৪৬ রান করেন। ওয়ানিন্দু হাসরঙ্গ ২৮ রানে ২ ও দুষ্মন্ত চামিরা ২৪ রানে ২ উইকেট নিলেন।
ক্রিজে রয়েছেন ঈশান কিশন ও হার্দিক পাণ্ড্য।
সূর্যের দাপট কমিয়ে শেষ হাসি হাসলেন ওয়ানিন্দু হাসরঙ্গ। ১২৭ রানে ৪ উইকেট হারাল ভারত।
চামিকা করুণারত্নের বলে তুলে মারতে গিয়ে আউট হলেন ভারত অধিনায়ক। ১১৩ রানে ৩ উইকেট হারাল ভারত।
ধবন ২৯ বলে ৪১ ও সূর্য কুমার ২২ বলে ৩০ রানে ক্রিজে আছেন।