চহাল এবং কুলদীপ। ফাইল ছবি
ভারতীয় ক্রিকেটে আবার দেখা গেল ‘কুল-চা’ জুটিকে। ২০১৯ বিশ্বকাপের পর ফের একসঙ্গে মাঠে নামলেন কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চহাল। দু’জনেই দুটি করে উইকেট পেয়েছেন।
কেমন লাগল এতদিন পর চহালের সঙ্গে বল করে? ম্যাচের পর তাঁর উত্তর দিয়েছেন কুলদীপ। বলেছেন, “অনেকদিন পর চহালের সঙ্গে বল করতে পেরে খুব খুশি। আমরা একে অপরকে ভাল বুঝি। একে অপরের পাশে দাঁড়াই। আমাদের মধ্যে বোঝাপড়া বাকিদের থেকে অনেক আলাদা। ম্যাচের মাঝে একে অপরকে পরামর্শ দিই। অনেকদিন পর এই অনুভূতি উপভোগ করতে পেরে ভাল লাগছে।”
এক ওভারে দু’উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে প্রথমে ঝটকা দেন কুলদীপই। নিজের বোলিং নিয়ে বলেছেন, “গতিতে বৈচিত্র আনার চেষ্টা করছিলাম, কারণ উইকেট প্রথম ইনিংসে শুকনো ছিল। স্পিনারদের সাহায্য করেছে। তাই ব্যাটসম্যানদের দেখে সেই অনুযায়ী গতিতে বৈচিত্র আনছিলাম।”
কুলদীপ জানিয়েছেন, দীর্ঘদিন পর খেলতে নেমে একটু জড়তা ছিল। তবে তা কাটিয়ে দেন কোচ রাহুল দ্রাবিড়ই। কুলদীপ বলেছেন, “মাঠে নামলে চিন্তা তো হয়ই। কিন্তু রাহুল স্যর পাশে দাঁড়িয়ে আমাকে অনুপ্রাণিত করেছেন। বোলিং নিয়ে অনেক কথা হয়েছে আমাদের মধ্যে। উনি আমাদের ফলাফলের কথা না ভেবে বোলিং উপভোগ করতে বলেছেন। আস্থার দাম রাখতে পেরে আমি খুশি।”