মারমুখী মেজাজে ঈশান কিশন। ফাইল চিত্র
ভারতের জার্সি গায়ে একদিনের ক্রিকেটে অভিষেক ম্যাচ। তাতে কী! প্রথম বলেই ছয় মেরেছিলেন ঈশান কিশন। শুধু তাই নয়, তিনি সতীর্থদের আগেই বলে দিয়েছিলেন প্রথম বলে ছক্কা মারবেন।
যুজবেন্দ্র চহালকে দেওয়া সাক্ষাৎকারে তেমনই জানালেন ঈশান নিজে। দীর্ঘদিন পরে জাতীয় দলে ফিরেছেন চহাল। তিনি ফিরতেই শুরু হয়ে গিয়েছে ‘চহাল টিভি’। শ্রীলঙ্কাকে প্রথম একদিনের ম্যাচে হারানোর পর রবিবার সেখানে চহালের অতিথি ছিলেন ঈশান। সেখানেই তাঁর প্রথম বলে ছক্কা মারার রহস্য ফাঁস হয়।
টি-টোয়েন্টির পর একদিনের অভিষেক ম্যাচেও নজর কাড়লেন এই বাঁহাতি। ছবি - টুইটার
ঈশান বলেন, ‘‘পরিবেশটা একেবারে আমার উপযুক্ত ছিল। প্রথমত আমার জন্মদিন ছিল। তা ছাড়া প্রথমে ৫০ ওভার উইকেটকিপিং করেছিলাম। ফলে ততক্ষণে বুঝে গিয়েছিলাম, এই উইকেটে স্পিনাররা খুব একটা কিছু করতে পারবে না। এটাও বুঝেছিলাম, প্রথম বলেই ছয় মারার সুযোগ রয়েছে। দলের সবাইকে সেটা বলেওছিলাম যে, ওদের যে-ই বল করুক, যেখানেই বল ফেলুক, প্রথম বলেই আমি ছয় মারব।’’
ঈশানের কাছে চহাল জানতে চান, তিনি ভয় পাননি? ঈশান বলেন, ‘‘নেটে আমি খুব ভাল ছন্দে ছিলাম। তাই ভেবেছিলাম, ম্যাচেও ঠিক সেই জিনিসটাই করতে হবে। জানতাম, বলটা যদি আমার পছন্দের জায়গায় পড়ে, তাহলে মাঠের বাইরে পাঠাতে পারবই।’’