আরও বিপদে শ্রীলঙ্কা —ফাইল চিত্র
শ্রীলঙ্কা দলের দুর্দশা চলছেই। মন্থর বোলিংয়ের জন্য জরিমানা করল আইসিসি। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে হারের সঙ্গে মন্থর বোলিংয়ের জন্য শাস্তি পেতে হল শ্রীলঙ্কার ক্রিকেটারদের।
ম্যাচ পারিশ্রমিকের ২০ শতাংশ কাটা গিয়েছে তাদের। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে রেফারি ছিলেন রঞ্জন মদুগালে। সময়ের মধ্যে এক ওভার কম করে দাসুন শনাকার দল। আইসিসি-র তরফে বলা হয়, “স্লো ওভার রেটের জন্য শ্রীলঙ্কার ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। ক্রিকেট বিশ্বকাপের সুপার লিগের থেকে এক পয়েন্ট কাটা হয়েছে তাদের।”
শাস্তি মেনে নেওয়ায় শ্রীলঙ্কা দলের কোনও শুনানি হবে না। শুক্রবার ভারতের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে খেলতে নামবে শ্রীলঙ্কা। যদিও ইতিমধ্যেই তিন ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে গিয়েছেন শিখর ধবনরা।