India vs Sri Lanka

India vs Sri Lanka: ভবিষ্যতের ধোনি কে? তরুণ উইকেটরক্ষককে নিয়ে শুরু চর্চা

বরুণকে প্রথম আন্তর্জাতিক উইকেট এনে দেন ঈশান। ১৮তম ওভারে বরুণের বলে শনাকাকে স্ট্যাম্প করেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৬ জুলাই ২০২১ ১৪:৪০
Share:

দীর্ঘ সময় স্টাম্পের পিছনে এমন বহু উইকেট নিয়েছেন ধোনি। —ফাইল চিত্র

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সমর্থকদের মহেন্দ্র সিংহ ধোনির কথা মনে করিয়ে দিলেন ঈশান কিশন। বরুণ চক্রবর্তীর বলে দাসুন শনকাকে স্টাম্প করেন তিনি। দ্রুত স্টাম্প করার ধরনে তাঁর সঙ্গে ভারতের প্রাক্তন অধিনায়কের মিল পেয়েছেন সমর্থকরা।

Advertisement

বরুণকে প্রথম আন্তর্জাতিক উইকেট এনে দেন ঈশান। ১৮তম ওভারে বরুণের বলে শনাকাকে স্টাম্প করেন তিনি। তাঁর নিপুণ হাতের কাজ দেখে অনেক সমর্থকেরই ধোনির কথা মনে পড়েছে। দীর্ঘ সময় স্টাম্পের পিছনে এমন বহু উইকেট নিয়েছেন ধোনি।

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের মতো ঈশানও ঝাড়খণ্ড রাজ্য থেকেই উঠে এসেছেন। তাঁদের এমন মিল যেন সমর্থকদের মনে এনে দিয়েছে ধোনির স্মৃতি। নেটাগরিকদের অনেকে ঈশানকে দ্বিতীয় ধোনি বলেও সম্বোধন করেন।

২০১৯ সালে বিশ্বকাপের সেমিফাইনালে শেষ বার ভারতের হয়ে গ্লাভস হাতে দেখা গিয়েছিল ধোনিকে। পরের বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নেন তিনি। আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে এখনও খেলেন ধোনি। সমর্থকদের তাই অপেক্ষা থাকে আইপিএল-এর জন্যই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement