Sanjay Manjrekar

WTC Final 2021: মঞ্জরেকরের প্রথম একাদশে জায়গা হল না জাডেজা, ইশান্তেরও

জাডেজার জায়গায় মঞ্জরেকর দলে রেখেছেন হনুমা বিহারিকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৬ জুন ২০২১ ১৬:১৫
Share:

রবীন্দ্র জাডেজা ও ইশান্ত শর্মা টুইটার

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে ভারতের প্রথম একাদশ তৈরি করে ফেললেন সঞ্জয় মঞ্জরেকর। ভারতের প্রাক্তন ব্যাটসম্যানের পছন্দের সেই দলে নেই রবীন্দ্র জাডেজা ও ইশান্ত শর্মা। মঞ্জরেকরের সঙ্গে জাডেজার সম্পর্ক একেবারেই ভাল নয়। সেটাই ভারতের অন্যতম সেরা অলরাউন্ডারকে বাদ দেওয়ার কারণ হতে পারে। তবে মঞ্জরেকরের দাবি, ‘‘সাদাম্পটনে পাঁচদিনই রোদ-বৃষ্টির খেলা চলবে। সেই কথা মাথায় রেখেই দল তৈরি করেছি।’’

Advertisement

জাডেজার জায়গায় মঞ্জরেকর দলে রেখেছেন হনুমা বিহারিকে। তাঁর এই সিদ্ধান্তের সপক্ষে যুক্তি দিয়ে মঞ্জরেকর বলেন, ‘‘চোট পাওয়ার আগে হনুমা ভাল ছন্দে ছিল। ভারতীয় দলে এমন ব্যাটসম্যান দরকার যার ডিফেন্সিভ টেকনিক ভাল। চেতেশ্বর পূজারা ছাড়া দলের আর কারোর মধ্যে এই বিষয়টা নেই। আমি হনুমাকে ৬ নম্বরে দেখতে চাই। পন্থ আসুক ৭ নম্বরে।’’

চার বোলারকে দলে রেখেছেন প্রাক্তন ব্যাটসম্যান। স্পিনার হিসেবে তাঁর পছন্দ রবিচন্দ্রন অশ্বিন। জোরে বোলারদের মধ্যে মহম্মদ শামি, যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজকে দলে রেখেছেন তিনি। ইশান্ত শর্মার জায়গায় সিরাজকে রাখার পেছনে যুক্তিও দিয়েছেন মঞ্জরেকর। তিনি বলেন, ‘‘সিরাজের মত সুইং করাতে পারা বোলারকে দরকার। অস্ট্রেলিয়া সফরে ওর অসাধারণ বোলিং সকলে দেখেছে। সিরাজ বাকিদের থেকে একেবারে আলাদা। তাই আমি ওকে দলে রেখেছি।’’ তবে ভারতীয় দলে প্রথম একাদশে ইশান্তের সুযোগ পাওয়ার সম্ভাবনা যে বেশি তাও জানিয়ে দেন মঞ্জরেকর।

Advertisement

সঞ্জয় মঞ্জরেকরের বাছাই করা প্রথম একাদশ: শুভমন গিল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলী (অধিনায়ক), অজিঙ্ক রহাণে, হনুমা বিহারি, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement