ICC

পঞ্চম দিনের খেলা শেষে ভারত এগিয়ে ৩২ রানে

দুই উইকেট হারিয়ে ফেলল ভারত

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২২ জুন ২০২১ ১৪:৫০
Share:

আউট হয়ে ফিরছেন রোহিত শর্মা টুইটার

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২২ জুন ২০২১ ২৩:৩৩ key status

দিনের শেষে ভারত এগিয়ে ৩২ রানে

আট উইকেট হাতে র‍য়েছে ভারতের। ৩২ রানে এগিয়ে তাঁরা।

শেষ আপডেট: ২২ জুন ২০২১ ২৩:১৮ key status

আউট রোহিত শর্মা

সাউদির বলে  এলবি ডাব্লিউ হয়ে ফিরতে হল রোহিতকে। ৫১ রানে ২ উইকেট হারাল ভারত। এগিয়ে ১৯ রানে।

Advertisement
শেষ আপডেট: ২২ জুন ২০২১ ২২:০২

আউট হয়ে ফিরছেন গিল

২৪ রানে প্রথম উইকেট পড়ল ভারতের। সাউদির বলে এলবি ডাব্লিউ হন গিল। ক্রিজে এলেন চেতেশ্বর পূজারা। 

শেষ আপডেট: ২২ জুন ২০২১ ২১:৩৪

পাঁচ ওভার শেষে উইকেট হারায়নি ভারত

পাঁচ ওভার শেষে ভারতের রান ৫। উইকেট হারায়নি ভারত।

Advertising
Advertising
শেষ আপডেট: ২২ জুন ২০২১ ২১:১৪

ব্যাট করে নামল ভারত।

ক্রিজে রোহিত শর্মা ও শুভমন গিল। বল করছেন টিম সাউদি। 

শেষ আপডেট: ২২ জুন ২০২১ ২০:৫৪ key status

৩২ রানে এগিয়ে নিউজিল্যান্ড

সাউদিকে ৩০ রানে বোল্ড করলেন রবীন্দ্র জাডেজা। ২৪৯ রানে শেষ নিউজিল্যান্ড। ৭৬ রানে ৪ উইকেট পেলেন মহম্মদ শামি।  

শেষ আপডেট: ২২ জুন ২০২১ ২০:৪৩ key status

আউট নিল ওয়াগনর

রবিচন্দ্রন অশ্বিনের বলে রহাণের হাতে ক্যাচ দিয়ে আউট হন ওয়াগনর। নয় উইকেটে নিউজিল্যান্ডের স্কোর ২৩৬।

শেষ আপডেট: ২২ জুন ২০২১ ২০:২৯

আউট উইলিয়ামসন

ইশান্ত শর্মার বলে আউট হয়ে ফিরছেন উইলিয়ামসন। হাতছাড়া অর্ধ শতরান। ৮ উইকেট পড়ে গিয়েছে নিউজিল্যান্ডের। রান ২২৫। 

শেষ আপডেট: ২২ জুন ২০২১ ২০:২৫

ভারতের রান পেরিয়ে গেল নিউজিল্যান্ড

উইলিয়ামস চার মারার সাথে সাথেই ভারতের রান পেরিয়ে গেল তাঁরা। অর্ধ শতরানের দোড়গোড়ায় নিউজিল্যান্ড অধিনায়ক। 

শেষ আপডেট: ২২ জুন ২০২১ ২০:০০ key status

আবারও ঘাতক শামি। ফেরালেন জেমিসনকে

বাউন্সার পুল করেছিলেন জেমিসন। লং লেগে বুমরা ক্যাচ ধরে নেন। 

শেষ আপডেট: ২২ জুন ২০২১ ১৯:২৬

আউট কলিন দে গ্র্যান্ডহোম, বিপদে পড়ে গেল নিউজিল্যান্ড

ফের উইকেট পেলেন মহম্মদ শামি। তাঁর বলে এলবি ডাব্লিউ হলেন কলিন দে গ্র্যান্ডহোম। নিউজিল্যান্ডের রান ১৬২

শেষ আপডেট: ২২ জুন ২০২১ ১৯:১৪

নতুন বল পেল ভারত

নিউজিল্যান্ডের রান ৫ উইকেট হারিয়ে ১৫২। নতুন বলে বল করছেন মহম্মদ শামি। 

শেষ আপডেট: ২২ জুন ২০২১ ১৮:৫২

মধ্যাহ্নভোজের পর শুরু হল খেলা

মধ্যাহ্নভোজের পর প্রথম বলেই চার মারলেন কলিন দে গ্র্যান্ডহোম। নিউজিল্যান্ডের রান পাঁচ উইকেট হারিয়ে ১৩৯। 

শেষ আপডেট: ২২ জুন ২০২১ ১৮:০৭ key status

মধ্যাহ্নভোজের বিরতি

নিউজিল্যান্ডের রান ৫ উইকেট হারিয়ে ১৩৫। ৮২ রানে পিছিয়ে তারা। উইকেটে র‍য়েছেন  কলিন দে গ্র্যান্ডহোম ও কেন উইলিয়ামসন।  

শেষ আপডেট: ২২ জুন ২০২১ ১৭:৫৭

ফিরলেন বিজে ওয়াটলিংও

মহম্মদ শামির বলে বোল্ড হয়ে ফিরলেন শেষ টেস্ট খেলতে নামা বিজে ওয়াটলিং। পাঁচ উইকেট হারাল নিউজিল্যান্ড। তাদের রান ১৩৫। 

শেষ আপডেট: ২২ জুন ২০২১ ১৭:৫৩ key status

আউট, ফের উইকেট পেল ভারত

ইশান্ত শর্মার বলে দ্বিতীয় স্লিপে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে ফিরলেন হেনরি নিকোলস। ৪ উইকেট পড়ল নিউজিল্যান্ডের। তাদের রান ১৩৪। 

শেষ আপডেট: ২২ জুন ২০২১ ১৭:১৯ key status

অবশেষে এল সাফল্য। আউট হলেন রস টেলর

মহম্মদ শামির বলে শুভমন গিলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন টেলর। ঝাঁপিয়ে দারুণ ক্যাচ ধরলেন গিল। তিন উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের রান ১১৭

শেষ আপডেট: ২২ জুন ২০২১ ১৭:০৮

উইকেটের লক্ষ্যে ভারত। তবে ভাল খেলছেন উইলিয়ামসন ও টেলর

৬০ ওভারের শেষে ২ উইকেট হারিয়ে ভারতের রান ১১৭। ভহাল বল করলেও উইকেট পাননি ভারতের বোলাররা। 

শেষ আপডেট: ২২ জুন ২০২১ ১৬:৩৫

ভাল বল করলেও উইকেট পাননি ভারতীয় বোলাররা

রান দিচ্ছেন না যশপ্রীত বুমরা ও ইশান্ত শর্মা। জুটি ভাঙার চেষ্টায় ভারতীয় বোলাররা। ৫৭ ওভার শেষে দুই উইকেট খুইয়ে নিউজিল্যান্ডের রান ১১১।

শেষ আপডেট: ২২ জুন ২০২১ ১৬:০০

ব্যাট করতে নামছেন কেন উইলিয়ামসন ও রস টেলর

শুরু হল পঞ্চম দিনের খেলা। বল করছেন যশপ্রীত বুমরা। ২ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের রান ১০১। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement