Trent Boult

কোহালিরাও মানুষ, ওদেরও ভুল হয়! ভারতকে চাপে ফেলাই লক্ষ্য বোল্টের

ব্যাটিং ও বোলিং, দুই বিভাগেই নেপিয়ারে পর্য়ুদস্ত হওয়ার কথা মেনে নিলেন নিউজিল্যান্ডের বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্ট। শনিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারতকে পাল্টা চাপে ফেলতে মরিয়া থাকার কথা বলেছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

মাউন্ট মাউনগানুই শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৯ ১৫:২৫
Share:

প্রচারমাধ্যমের মুখোমুখি ট্রেন্ট বোল্ট। ছবি টুইটারের সৌজন্যে।

ভারতের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে নামার আগে ব্যাটিং ও বোলিং, দুই বিভাগেই উন্নতি করতে মরিয়া নিউজিল্যান্ড। নেপিয়ারে আট উইকেটে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ভারত এখন ১-০ এগিয়ে। সেই ম্যাচে দুই দলের মধ্যে শক্তির বিরাট তারতম্য দেখা গিয়েছে। আর সেটাই কমাতে চাইছে কেন উইলিয়ামসনের দল।

Advertisement

শুক্রবার প্রচারমাধ্যমের সামনে বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্ট সাফ বলেছেন, “কোথায় কোথায় আমাদের ভুল হয়েছে, তা পরিষ্কার। ভারত আমাদের রীতিমতো উড়িয়ে দিয়েছিল।” ইনিংসের শুরুতে বড় রানের ভিত গড়ায় জোর দিয়েছেন তিনি। বোল্ট বলেছেন, “আমাদের বোর্ডে অবশ্যই বড় রান তুলতে হবে। ব্যাটিংয়ে লম্বা জুড়ি গড়া দরকার। শেষের দিকের ওভারের সুবিধা নেওয়ার চেষ্টা করতে হবে।”

নেপিয়ারে নতুন বলে মহম্মদ শামির দাপটে শুরুতেই ধাক্কা খেয়েছিল নিউজিল্যান্ড। মিডল ওভারে ভারতীয় স্পিনাররা আবার হয়ে ওঠেন বিধ্বংসী। কুলদীপ যাদব, যুজভেন্দ্র চহাল মিলে নেন ছয় উইকেট। অন্যদিকে, নিউজিল্যান্ডের বোলাররা শুরুতে ভাঙন ধরাতে পারেননি। টিম সাউদি ও বোল্ট ভারতীয় ব্যাটিংকে চাপে ফেলতে পারেননি। বোল্টের কথায়, “আমরা জানি যে এই ফরম্যাটে শুরুতে উইকেট হারালে ফিরে আসা মুশকিল। আমরা যদি প্রথম দশ ওভারে ওদের তিন উইকেট ফেলে দিতে পারি, তা হলে সেই চাপ সামলানো কঠিন। ওরাও মানুষ। আর ওদেরও ভুল হয়।” অর্থাৎ, চাপে ফেললে বিরাট কোহালির দলও অপরাজেয় থাকবে না, সেটাই বোঝাতে চেয়েছেন বোল্ট। আর ভারতকে চাপে ফেলাই লক্ষ্য নিউজিল্যান্ডের।

Advertisement

আরও পড়ুন: মাউরি প্রথায় অভ্যর্থনা জানানো হল ভারতীয় ক্রিকেট দলকে​

আরও পড়ুন: মাইলস্টোন খেলতে খেলতেই হয়ে যায়, স্বাভাবিক থাকছেন ধওয়ন​

যা আভাস, তাতে শনিবার দুটো স্পিনার নিয়ে খেলতে পারে নিউজিল্যান্ড। নেপিয়ারে একমাত্র স্পিনার হিসেবে খেলেছিলেন মিচেল স্যান্টনার। কিন্তু ভারতের কুলদীপ-চহালের সাফল্য দেখে জোড়া স্পিনার খেলানোর ভাবনা রয়েছে কিউই শিবিরে। সেক্ষেত্রে প্রথম এগারোয় আসবেন লেগস্পিনার ইশ সোধি

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement