চাপের মধ্যেও নিয়ন্ত্রিত বোলিং করে নজির গড়লেন ইংল্যান্ডের বোলাররা ছবি টুইটার
প্রথম ইনিংসে একটাও অতিরিক্ত রান না দিয়ে রবিবার নতুন রেকর্ড তৈরি করল ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করে ৩২৯ রান তোলে ভারত। তবে এই রানে একটাও অতিরিক্ত রান নেই। এর আগে এই রেকর্ড ছিল পাকিস্তানের দখলে। ১৯৫৪-৫৫ সালে লাহোরে অনুষ্ঠিত সেই ম্যাচে ভারত ৩২৮ রান তোলে। সেই ম্যাচে একটাও অতিরিক্ত রান দেননি পাক বোলাররা।
প্রথম ইনিংসে ১৬১ রান করে আউট হন রোহিত শর্মা। অজিঙ্ক রাহানে করেন ৬৭ রান। ঝোড়ো ইনিংস খেলেন ঋষভ পন্থ। ৫৮ রান করে আউট হন তিনি। জবাবে ব্যাট করতে নেমে ১৩৪ রানে সব উইকেট হারিয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে শুভমন গিলের উইকেট হারিয়ে ৫৪ রান করেছে ভারত।
সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে কড়া চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইতিমধ্যেই ২৪৯ রানে এগিয়ে রয়েছে ভারত।