India vs England 2021

India vs England 2021: টেস্ট শুরুর আগের দিন বাতিল হয়ে গেল কোহলীদের অনুশীলন

রবিবার রবি শাস্ত্রীর করোনা আক্রান্ত হওয়ার খবর জানা যায়। তাঁর আরটি-পিসিআর পরীক্ষার ফলও পজিটিভ এসেছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২১ ১৮:০৫
Share:

বাতিল হয়ে গেল বিরাট কোহলীদের অনুশীলন। ছবি: টুইটার থেকে

শুক্রবার থেকে শুরু ভারত বনাম ইংল্যান্ড টেস্ট। ম্যাঞ্চেস্টারে পঞ্চম টেস্টের আগে করোনা আক্রান্ত এক সাপোর্ট স্টাফ। সেই কারণে বাতিল হয়ে গেল বিরাট কোহলীদের অনুশীলন।

বৃহস্পতিবার ভারতীয় দলের এক সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। বিসিসিআই-এর তরফে এমনটাই জানানো হয়েছে সংবাদ সংস্থা পিটিআই-কে। কোন সাপোর্ট স্টাফ আক্রান্ত হয়েছেন, তা এখনও জানা যায়নি। ক্রিকেটারদের নিজেদের ঘরে থাকতে বলা হয়েছে।

Advertisement

রবিবার রবি শাস্ত্রীর করোনা আক্রান্ত হওয়ার খবর জানা যায়। তাঁর আরটি-পিসিআর পরীক্ষার ফলও পজিটিভ এসেছে। বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর, ফিজিয়ো নিতিন পটেলও করোনা আক্রান্ত হয়েছেন। লন্ডনে নিভৃতবাসে রয়েছেন তাঁরা।

সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। এমন অবস্থায় পঞ্চম টেস্ট হবে কি না সেই নিয়েও সংশয় রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement