অনুশীলনে চোট পাওয়ার পর স্টুয়ার্ট ব্রড। ছবি - টুইটার
অনুশীলনের মাঝেই পায়ে গুরুতর চোট পেলেন স্টুয়ার্ট ব্রড। লর্ডস টেস্টে অনিশ্চিত হয়ে পড়লেন তিনি। স্বাভাবিক ভাবেই দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগে চিন্তায় জো রুটের ইংল্যান্ড। ট্রেন্ট ব্রিজ টেস্টের প্রথম ইনিংসে উইকেট না পেলেও দ্বিতীয় ইনিংসে কেএল রাহুলকে সাজঘরে ফিরিয়ে ভারতকে চাপে রেখেছিলেন এই ডানহাতি জোরে বোলার। তবে এ বার তিনিই চোট পেয়ে অনিশ্চিত হয়ে গেলেন।
তবে ব্রডের চোট নিয়ে একাধিক মন্তব্য ভেসে উঠছে। দলের ডাক্তারদের মতে ব্রডের ডান পায়ের কাফ মাসলে চোট লেগেছে। বুধবার চোটের জায়গায় স্ক্যান করানো হবে। চোট কতটা গুরুতর, আদৌ তিনি দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন কিনা স্ক্যান রিপোর্ট হাতে আসার পরেই সেটা জানা যাবে।
চোট পেয়ে মাঠ ছাড়ছেন ব্রড। ছবি - টুইটার
অন্য দিকে আবার ইংল্যান্ডের একটি দৈনিকের খবর, অনুশীলন শুরু হওয়ার আগে জগিংয়ের সময় পা পিছলে পড়ে যান ব্রড। তাঁর ডান পায়ের গোড়ালিতে মোচড় লেগেছে। অবশ্য ব্রড চোট পাওয়ার আগেই দ্বিতীয় টেস্টের জন্য দলে এসেছিলেন মইন আলি।
চোটের জন্য এই সিরিজে নেই জফ্রা আর্চার। মানসিক অবসাদের কারণে তারকা বেন স্টোকস সাময়িক বিরতি নিয়েছেন। এ বার চোটের তালিকায় নাম লেখালেন ব্রড।