ভারতের জোরে বোলারদের সামলানোর জন্য জো রুটের নতুন অস্ত্র দাউইদ মালান। ছবি - টুইটার
ট্রেন্ট ব্রিজের পর লর্ডস। বিরাট কোহলীর জোরে বোলারদের দাপটে গত দুই টেস্টে ৪০ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। দুই ওপেনার রোরি বার্নস ও ডম সিবলি চূড়ান্ত ব্যর্থ। তবে তৃতীয় টেস্টের দল থেকে বাদ পড়লেন সিবলি। এমনকি জ্যাক ক্রলিকেও ছেঁটে ফেলা হল। তিন বছর পর টেস্ট দলে ফিরলেন মারকুটে বাঁ হাতি ওপেনার দাউইদ মালান। আগামী ২৫ অগস্ট থেকে হেডিংলেতে সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে।
২০১৮ সালে ভারতের বিরুদ্ধে বার্মিংহ্যামে শেষ টেস্ট খেলছিলেন মালান। এ বার সেই কোহলীর দলের বিরুদ্ধেই তাঁর প্রত্যাবর্তন ঘটল। দ্বিতীয় টেস্টে ১৫১ রানে হারলেও রুটদের কোচ ক্রিস সিলভারউড মনে করেন তাঁর দল স্বমহিমায় ফিরবে।
১৫ সদস্যের দল ঘোষণার পর সাহেবদের কোচ বলেন, “মালান কাউণ্টিতে ভাল পারফরম্যান্স করেছে। তাই যোগ্য দাবিদার হয়েই দলে এল। মালানের আসার পর আমাদের ব্যাটিং আরও শক্তিশালী হবে। তৃতীয় টেস্টে দল ঠিক ঘুরে দাঁড়াবে।”