india vs england

India vs England: ‘মারার বল পেলে মারবই’, পুল মারতে গিয়ে আউট হয়েও বললেন রোহিত শর্মা

ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ১৮৩ রান করে। সেই রান তারা করতে নেমে একটা সময় ভারতের স্কোর ছিল বিনা উইকেটে ৯৭ রান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ১২:২৫
Share:

রোহিত শর্মা। ছবি: রয়টার্স

দ্বিতীয় দিনের শুরুতে ইংল্যান্ডের বোলারদের উপর দাপট দেখাচ্ছিলেন দুই ভারতীয় ওপেনার। কিন্তু দলের ৯৭ রানের মাথায় অলি রবিনসনের বলে পুল মারেন রোহিত শর্মা। স্যাম কারেনের হাতে ধরা পড়ে যান তিনি। তারপরেই যেন ছন্দ হারায় ভারত। একে একে ফিরে যেতে থাকেন চেতেশ্বর পূজারা, বিরাট কোহলীরা। তবে নিজের শট নিয়ে কোনও আফসোস নেই রোহিতের।

দিনের শেষে সাংবাদিক বৈঠকে এসে রোহিত বলেন, “মারার বল পেলে আমি মারবই। প্রথম ঘণ্টায় কোনও লুজ বল পাইনি। ইংল্যান্ডের বোলাররা নিজেদের কাজটা ঠিক মতো করছিল। তাই সুযোগ পেলে রান করাই উচিত। আউট হলে খারাপ তো লাগবেই, সেটা আমারও লেগেছে।”

Advertisement

ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ১৮৩ রান করে। সেই রান তাড়া করতে নেমে একটা সময় ভারতের স্কোর ছিল বিনা উইকেটে ৯৭ রান। সেখান থেকে হঠাৎই পর পর চার উইকেট পড়ে যায়। বৃষ্টির জন্য দ্বিতীয় দিনে সব ওভার খেলা সম্ভব হয়নি। ভারতের স্কোর ৪ উইকেট হারিয়ে ১২৫ রান। এখনও ৫৮ রানে পিছিয়ে ভারত। ক্রিজে রয়েছেন লোকেশ রাহুল (৫৭ রানে অপরাজিত) এবং ঋষভ পন্থ (৭ রানে অপরাজিত)।

রোহিত বলেন, “শট খেলতে লজ্জা পাওয়া উচিত নয়। সুযোগ পেলে শট খেলাই উচিত। তাতে আউট হতেই পারি। খারাপ লাগে আউট হয়ে গেলে। কিন্তু একটু এদিক ওদিক হলে বড় রানও পেতে পারতাম ওই বলে। ব্যাট করার সময় ইতিবাচক মনোভাব প্রয়োজন। জানতাম কিছুক্ষণের মধ্যেই মধ্যাহ্নভোজের সময়। তবে মারার বল পেলে যেকোনও সময়ই মারব।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement