বিরাট কোহলীর পাশে দাঁড়ালেন ঋষভ পন্থ ফাইল চিত্র
হেডিংলে টেস্টে প্রথম দিন যদি ভারতের কাছে ইতিবাচক কিছু থেকে থাকে, সেটা হল ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ১৫টি টেস্টে মাত্র দ্বিতীয় বার টস জেতা। কিন্তু সেই ইতিবাচক দিকটুকু নিয়েই সমালোচনা হচ্ছে। বিরাট কোহলীর প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পর মাত্র ৭৮ রানেই গুটিয়ে গিয়েছে ভারত। ঋষভ পন্থ স্বীকার করে নিয়েছেন উইকেট বুঝতে ভুল হয়েছিল। কিন্তু এটাও জানিয়ে দিয়েছেন, এর দোষ কোহলীর একার নয়। এটি দলগত সিদ্ধান্ত।
প্রথম দিনের খেলার পর সাংবাদিক সম্মেলনে এসে পন্থ বলেন, ‘‘অবশ্যই সকালের দিকে উইকেট কিছুটা নরম ছিল। কিন্তু টসে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা আমাদের দলের সিদ্ধান্ত ছিল। আমরা তাকে সমর্থন করেছি।’’
ইংল্যান্ডের বোলারদেরও প্রশংসা করেন পন্থ। বলেন, ‘‘ওদের বোলাররাও সঠিক জায়গায় বল করে সাফল্য পেয়েছে।’’
টস নিয়ে আর ভাবতে নারাজ পন্থ। তিনি বলেন, ‘‘যা হয়েছে, সেটা নিয়ে পড়ে থেকে লাভ নেই। আমরা সেটা করছিও না। ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াই আমাদের কাজ। সেটাই করতে হবে। টস নিয়ে আর ভাবছি না।’’
শুধু অধিনায়কের পাশে দাঁড়ানোই নয়, দলের ব্যাটসম্যানদের পাশেও দাঁড়িয়েছেন পন্থ। তিনি বলেন, ‘‘দলের ব্যাটসম্যানরা প্রত্যেক ম্যাচেই নিজেদের ১০০ শতাংশ দিচ্ছে। খেলায় এরকম হতেই পারে।’’