shardul thakur

India vs England 2021:ডাইনোসরের সঙ্গে কথা বলছেন পন্থ! ভিডিয়ো করলেন শার্দূল

মাঝে মাঝে বিপক্ষের ব্যাটসম্যানদের বিরক্ত করতে নানা কথা বলেন পন্থ। তবে এ বার একেবারেই অন্য ভাবে দেখা গেল তাঁকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২১ ১২:১০
Share:

ডায়নোসরের সঙ্গে কথা বলছেন ঋষভ পন্থ ইনস্টাগ্রাম

ডাইনোসরের সঙ্গে কথা বলছেন ঋষভ পন্থ। শার্দূল ঠাকুরের ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গেল সেই ভিডিয়ো। লন্ডনের এক মলে রাখা ডাইনোসরের সঙ্গে কথা বলছিলেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান। শার্দূল তাঁর ইনস্টা স্টোরিতে লিখেছেন, ‘ডাইনোসরের সঙ্গেও কথা বলতে পারে পন্থ।’ তবে কী নিয়ে ‘কথা’ হচ্ছিল তা যদিও বোঝা যায়নি। খেলা চলাকালীন উইকেটের পিছনে থেকে বার বার কথা বলতে দেখা যায় পন্থকে। মাঝে মাঝে বিপক্ষের ব্যাটসম্যানদের বিরক্ত করতে নানা কথা বলেন পন্থ। তবে এ বার একেবারেই অন্য ভাবে দেখা গেল তাঁকে।

Advertisement

ওভালে চতুর্থ টেস্ট শুরুর আগে খোশ মেজাজে রয়েছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। লিডস টেস্টে হারের ধাক্কা ভুলে সামনের দিকে তাকাতে চাইছে বিরাট কোহলীর দল।

মঙ্গলবার রোহিত শর্মা, অজিঙ্ক রহাণেকে এক রেস্তরাঁয় দেখা যায় পরিবারের সঙ্গে। তাঁদের সঙ্গে ছিলেন শার্দূল ঠাকুরও।

Advertisement

রোহিত, রহাণেদের সঙ্গে শার্দূল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement