রবিচন্দ্রন অশ্বিন। —ফাইল চিত্র
লর্ডস টেস্টে নামার জন্য তৈরি ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁকে যে নামতে হবে সেটা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে বদলে যায় সিদ্ধান্ত। অশ্বিনকে বাদ দিয়েই মাঠে নেমে পড়লেন বিরাট কোহলীরা। কী এমন ঘটেছিল যে অশ্বিনকে নেওয়াই হল না দলে?
অশ্বিনকে দ্বিতীয় টেস্টে খেলানো হয়নি বলে প্রচুর প্রশ্ন তোলেন বিশেষজ্ঞরা। তবে ভারতীয় স্পিনার নিজেই জানালেন তাঁকে না নামানোর কারণ। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, “মজার ব্যাপার হচ্ছে খেলা শুরু আগে ওরা বলল, ‘গরম রয়েছে, তুমি তৈরি হয়ে নাও। খেলতে পার তুমি।’ কিন্তু ম্যাচের দিন সকালবেলা বৃষ্টি চলে এল।”
খেলতে না পেরে অশ্বিনের মন খারাপ হয়ে গিয়েছিল। তা লুকানোর চেষ্টা করেননি তিনি। অশ্বিন বলেন, “ওদের বললাম গরমটা ঠিক মতো পড়তে দাও, তারপর বলো। কেন আমাকে এমন হতাশ করে দাও শেষ মুহূর্তে?”
অশ্বিন না খেললেও ভারতের ম্যাচ জিততে অসুবিধা হয়নি। ১৫১ রানে ইংল্যান্ডকে হারিয়ে দেয় তারা। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে কোহলীরা।