India vs England 2021

India vs England 2021: রবীন্দ্র জাডেজাকে নিজেদের দলে পেতে চায় ইংল্যান্ড, কেন

তিনটি টেস্ট হয়ে গেলেও এখনও রবিচন্দ্রন অশ্বিন সুযোগ পাননি ইংল্যান্ড। ভারতের রণকৌশল দেখে কিছুটা অবাক ইংরেজ সহ-অধিনায়ক মইন আলি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২১ ২২:০৫
Share:

জাডেজাকে চান মইন। ছবি পিটিআই

তিনটি টেস্ট হয়ে গেলেও এখনও রবিচন্দ্রন অশ্বিন সুযোগ পাননি ইংল্যান্ড। ভারতের রণকৌশল দেখে কিছুটা অবাক ইংরেজ সহ-অধিনায়ক মইন আলি। তবে এটাও জানিয়ে দিয়েছেন, এক স্পিনারে খেলতে হলে তিনিও রবীন্দ্র জাডেজাকেই আগে বেছে নিতেন।

Advertisement

বুধবার সাংবাদিক বৈঠকে মইন বলেছেন, “অশ্বিন না খেলায় আমি অবাক। কিন্তু এটাও মানতে হবে, জাডেজা অসাধারণ ক্রিকেটার। আমার মতে বিশ্বের অন্যতম সেরা। জাডেজাকে সব সময় আমি নিজের দলে দেখতে চাইব। লর্ডসে ভারত চার পেসার নিয়ে জিতেছে ঠিকই। কিন্তু জাডেজাও দুর্দান্ত খেলেছে। ব্যাটিংও ভাল করছে। আমি নিশ্চিত অশ্বিনকে এই টেস্টে খেলানো হবে।”

ওভালের মাঠে বছর চারেক আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন মইন। স্বীকার করে নিয়েছেন, ওভালের পিচ স্পিনারদের প্রভূত সাহায্য করে। তাঁর কথায়, “ইংল্যান্ডের সব মাঠেই কম-বেশি স্পিনের সাহায্য পাওয়া যায়। কিছু মাঠে সেটা বেশি। তাই বলে এখানে আরও একটা হ্যাটট্রিকের আশা করছি না। তবে ম্যাচের শেষ দিকে স্পিনের সাহায্য পাওয়া যেতে পারে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement