অর্ধশতরান পূজারার। ছবি রয়টার্স
শতরানের দোড়গোড়ায় রয়েছেন পূজারা। ৯১ রানে ব্যাট করছেন তিনি। ৪৫ রানে ব্যাট করছেন কোহলী।
অর্ধশতরান করে রোহিত ফিরে গিয়েছেন। এ বার পূজারা অর্ধশতরান করলেন। টানা কয়েক ইনিংসে ব্যর্থতার পর বুদ্ধিদীপ্ত ইনিংস তাঁর।
অলি রবিনসনের সোজা বল মিস করলেন রোহিত। বল লাগল প্যাডে। রিভিউ চেয়েও লাভ হল না। ৫৯ রানে ফিরলেন রোহিত।
ভারত এখনও পিছিয়ে ২৪২ রানে। রোহিত এবং পূজারা বড় রান তোলার চেষ্টা করছেন।
ছন্দে ফিরলেন মুম্বইকর। লিডসে প্রথম ইনিংসে ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান এল তাঁর ব্যাট থেকে।
ইংরেজ বোলারদের আগুনে বোলিং সামলে দিয়েছেন চেতেশ্বর পূজারা এবং রোহিত। দু’জনেই ক্রিজে জমে গিয়েছেন।
মধ্যাহ্নভোজের বিরতির আগেই ফিরলেন রাহুল। ভারতের প্রথম উইকেটের পতন। ওভার্টনের বলে প্রথম স্লিপে ক্যাচ দিলেন রাহুল।
অ্যান্ডারসনদের সামনে দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালই করলেন দুই ভারতীয় ওপেনার।
সঙ্গে সঙ্গেই থামল বৃষ্টি। ভারতের দ্বিতীয় ইনিংস শুরু হল। রাহুল এবং রোহিত ওপেন করতে নামলেন।
ভারত ব্যাট করতে নামার আগেই লিডসে বৃষ্টি। খেলা আপাতত বন্ধ।
অলি রবিনসনকে বোল্ড করে দিলেন বুমরা। ৪৩২ রানে শেষ ইংল্যান্ডের ইনিংস।
দিনের প্রথম সাফল্য ভারতের। ওভার্টনকে ফেরালেন শামি। চতুর্থ উইকেট হল তাঁর।