India vs England 2021

India vs England 2021: তৃতীয় দিনের শেষে ভারত ২১৫-২, এখনও পিছিয়ে ১৩৯ রানে

দ্বিতীয় দিনের শেষে ৩৪৫ রানে পিছিয়ে ভারত। লিডসে তৃতীয় টেস্টে ভারতের জয়ের আশা ক্রমশ ক্ষীণ হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২১ ১৫:৩১
Share:

অর্ধশতরান পূজারার। ছবি রয়টার্স

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২১ ২২:৪৮ key status

তৃতীয় দিনের খেলা শেষ

শতরানের দোড়গোড়ায় রয়েছেন পূজারা। ৯১ রানে ব্যাট করছেন তিনি। ৪৫ রানে ব্যাট করছেন কোহলী। 

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২১ ২১:৫৬ key status

ভারত ৬৪ ওভারে ১৭১-২

ক্রিজে রয়েছেন পূজারা (৭৪) এবং কোহলী (২১)।

Advertisement
শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২১ ২০:৫৯ key status

পূজারার অর্ধশতরান

অর্ধশতরান করে রোহিত ফিরে গিয়েছেন। এ বার পূজারা অর্ধশতরান করলেন। টানা কয়েক ইনিংসে ব্যর্থতার পর বুদ্ধিদীপ্ত ইনিংস তাঁর।

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২১ ২০:৪০ key status

রোহিত আউট

অলি রবিনসনের সোজা বল মিস করলেন রোহিত। বল লাগল প্যাডে। রিভিউ চেয়েও লাভ হল না। ৫৯ রানে ফিরলেন রোহিত।

Advertising
Advertising
শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২১ ২০:৩৫ key status

চা-বিরতির পর শুরু খেলা

ভারত এখনও পিছিয়ে ২৪২ রানে। রোহিত এবং পূজারা বড় রান তোলার চেষ্টা করছেন।

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২১ ২০:০১ key status

ভারত ৪৩ ওভারে ১০২-১

ক্রিজে রয়েছেন রোহিত শর্মা (৫৩) এবং পূজারা (৩৬)।

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২১ ১৯:৪০ key status

রোহিতের অর্ধশতরান

ছন্দে ফিরলেন মুম্বইকর। লিডসে প্রথম ইনিংসে ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান এল তাঁর ব্যাট থেকে।

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২১ ১৯:০৪ key status

চাপ সামলাচ্ছেন রোহিত এবং পূজারা

ইংরেজ বোলারদের আগুনে বোলিং সামলে দিয়েছেন চেতেশ্বর পূজারা এবং রোহিত। দু’জনেই ক্রিজে জমে গিয়েছেন।

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২১ ১৭:৩৫ key status

রাহুল আউট

মধ্যাহ্নভোজের বিরতির আগেই ফিরলেন রাহুল। ভারতের প্রথম উইকেটের পতন। ওভার্টনের বলে প্রথম স্লিপে ক্যাচ দিলেন রাহুল।

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২১ ১৬:৪০ key status

ভারত ৯ ওভারে ১৪-০

অ্যান্ডারসনদের সামনে দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালই করলেন দুই ভারতীয় ওপেনার।

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২১ ১৬:০৩ key status

ভারতের দ্বিতীয় ইনিংস শুরু

সঙ্গে সঙ্গেই থামল বৃষ্টি। ভারতের দ্বিতীয় ইনিংস শুরু হল। রাহুল এবং রোহিত ওপেন করতে নামলেন।

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২১ ১৫:৫৭ key status

হাজির বৃষ্টি

ভারত ব্যাট করতে নামার আগেই লিডসে বৃষ্টি। খেলা আপাতত বন্ধ।

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২১ ১৫:৪৬ key status

ইংল্যান্ড অলআউট

অলি রবিনসনকে বোল্ড করে দিলেন বুমরা। ৪৩২ রানে শেষ ইংল্যান্ডের ইনিংস।

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২১ ১৫:৪২ key status

আউট ওভার্টন

দিনের প্রথম সাফল্য ভারতের। ওভার্টনকে ফেরালেন শামি। চতুর্থ উইকেট হল তাঁর।

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২১ ১৫:৩৯ key status

ভাল শুরু

মহম্মদ শামির প্রথম ওভারেই পরপর দুটি চার মারলেন ওভার্টন।

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২১ ১৫:৩২ key status

শুরু হল খেলা

৪২৩-৮ স্কোর নিয়ে খেলা শুরু করল ইংল্যান্ড। প্রথম ওভার করবেন মহম্মদ শামি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement