শতরান করে উচ্ছ্বাস রুটের। ছবি রয়টার্স
ফিরলেন স্যাম কারেন। সিরাজের বলে ময়াঙ্ক আগরওয়ালের (পরিবর্ত ফিল্ডার) হাতে ক্যাচ ফিরলেন তিনি।
প্রথম ইনিংসে ৪০০ রান করে ফেলল ইংল্যান্ড। এখনও হাতে রয়েছে তিন উইকেট। ৩২২ রানে লিড নিয়েছে ইংল্যান্ড।
আউট হলেন জো রুট। ১২১ রান করে ফিরলেন ইংরেজ অধিনায়ক।
ইংরেজদের ফের ধাক্কা দিলেন শামি। ফিরিয়ে দিলেন জস বাটলারকে (৭)।
দ্বিতীয় উইকেট শামির। কোহলীর নেওয়া নিচু ক্যাচে ফিরলেন জনি বেয়ারস্টো (২৯)।
সিরিজে আবার শতরান করলেন জো রুট। এই নিয়ে সিরিজে তৃতীয় শতরান হল তাঁর। দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। ইশান্তকে চার মেরে শতরান পূরণ করলেন রুট।
চা-বিরতির আগেই মালানকে ফেরালেন সিরাজ। পন্থের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। রিভিউ নিয়ে সফল কোহলী।
ক্রিজে রয়েছেন মালান (৬৫) এবং রুট (৭২)। দীর্ঘক্ষণ উইকেট পাননি ভারতীয় বোলাররা। চাপ ক্রমশ বাড়ছে।
রুটের পর এ বার অর্ধশতরান মালানের। দু’জনের জুটি ১০০ পেরোল। ভারতীয় বোলারদের কাছে কঠিন হচ্ছে কাজ।
লিডসে অর্ধশতরান জো রুটের। ভারতের উপর ক্রমশ জাঁকিয়ে বসছেন ইংরেজ অধিনায়ক।
নতুন বল নিল ভারত। এখন দেখার ক্রিজে জমে যাওয়া জুটি তারা ভাঙতে সমর্থ হয় কি না।
ক্রিজে জমে গিয়েছেন রুট (৩৫) এবং মালান (২৯)। ভারতের থেকে তারা ১৩১ রানে এগিয়ে।
ইংল্যান্ড ১৮২-২। ক্রিজে রয়েছেন মালান (২৭) এবং জো রুট (১৪)।
ইংরেজদের ধাক্কা দিলেন রবীন্দ্র জাডেজা। তাঁর বলে সরাসরি বোল্ড হয়ে গেলেন হামিদ। দ্বিতীয় উইকেট হারাল ইংল্যান্ড।
হামিদের সঙ্গী হিসেবে ক্রিজে এসেছেন দাভিদ মালান। তিনি খেলছেন ১৭ রানে। হামিদ অপরাজিত ৬৮ রানে।