India vs England 2021

India vs England 2021: আট উইকেট হারাল ইংল্যান্ড, লিডসে বিশাল রানের লিড নিল ইংল্যান্ড

বিরাট কোহলীর প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পর মাত্র ৭৮ রানেই গুটিয়ে গিয়েছে ভারত। ঋষভ পন্থ স্বীকার করে নিয়েছেন উইকেট বুঝতে ভুল হয়েছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ১৫:২৮
Share:

শতরান করে উচ্ছ্বাস রুটের। ছবি রয়টার্স

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ২৩:০৩ key status

দ্বিতীয় দিনের খেলা শেষ

৩৪৫ রানের লিড নিল ইংল্যান্ড।

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ২২:৫৩

আউট কারেন

ফিরলেন স্যাম কারেন। সিরাজের বলে ময়াঙ্ক আগরওয়ালের (পরিবর্ত ফিল্ডার) হাতে ক্যাচ ফিরলেন তিনি।

Advertisement
শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ২২:৩১

ইংল্যান্ডের ৪০০ রান

প্রথম ইনিংসে ৪০০ রান করে ফেলল ইংল্যান্ড। এখনও হাতে রয়েছে তিন উইকেট। ৩২২ রানে লিড নিয়েছে ইংল্যান্ড।

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ২২:১৬ key status

আউট মইন আলি

সাত উইকেট হারাল ইংল্যান্ড। জাডেজার বলে আউট মইন।

Advertising
Advertising
শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ২২:১০ key status

বুমরার বলে ছিটকে গেল রুটের স্টাম্প

আউট হলেন জো রুট। ১২১ রান করে ফিরলেন ইংরেজ অধিনায়ক।

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ২১:৫৭

পাঁচ উইকেট হারাল ইংল্যান্ড

১১৪ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৩৬৮/৫।

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ২১:৪৪ key status

আউট বাটলার

ইংরেজদের ফের ধাক্কা দিলেন শামি। ফিরিয়ে দিলেন জস বাটলারকে (৭)।

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ২১:৩২ key status

আউট বেয়ারস্টো

দ্বিতীয় উইকেট শামির। কোহলীর নেওয়া নিচু ক্যাচে ফিরলেন জনি বেয়ারস্টো (২৯)।

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ২১:০৮ key status

রুটের শতরান

সিরিজে আবার শতরান করলেন জো রুট। এই নিয়ে সিরিজে তৃতীয় শতরান হল তাঁর। দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। ইশান্তকে চার মেরে শতরান পূরণ করলেন রুট। 

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ২০:১৭ key status

ফিরলেন মালান

চা-বিরতির আগেই মালানকে ফেরালেন সিরাজ। পন্থের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। রিভিউ নিয়ে সফল কোহলী।

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ১৯:৫৯ key status

ইংল্যান্ড ৯১ ওভারে ২৮৫-২

ক্রিজে রয়েছেন মালান (৬৫) এবং রুট (৭২)। দীর্ঘক্ষণ উইকেট পাননি ভারতীয় বোলাররা। চাপ ক্রমশ বাড়ছে।

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ১৯:২৯ key status

এ বার মালানের অর্ধশতরান

রুটের পর এ বার অর্ধশতরান মালানের। দু’জনের জুটি ১০০ পেরোল। ভারতীয় বোলারদের কাছে কঠিন হচ্ছে কাজ।

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ১৯:০৮ key status

রুটের অর্ধশতরান

লিডসে অর্ধশতরান জো রুটের। ভারতের উপর ক্রমশ জাঁকিয়ে বসছেন ইংরেজ অধিনায়ক।

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ১৯:০৭ key status

নতুন বল নিল ভারত

নতুন বল নিল ভারত। এখন দেখার ক্রিজে জমে যাওয়া জুটি তারা ভাঙতে সমর্থ হয় কি না।

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ১৮:৩৯ key status

ইংল্যান্ড ৭৫ ওভারে ২০৯-২

ক্রিজে জমে গিয়েছেন রুট (৩৫) এবং মালান (২৯)। ভারতের থেকে তারা ১৩১ রানে এগিয়ে।

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ১৭:৩৯ key status

লিডসে মধ্যাহ্নভোজ

ইংল্যান্ড ১৮২-২। ক্রিজে রয়েছেন মালান (২৭) এবং জো রুট (১৪)।

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ১৭:১০ key status

ফিরলেন হামিদ

ইংরেজদের ধাক্কা দিলেন রবীন্দ্র জাডেজা। তাঁর বলে সরাসরি বোল্ড হয়ে গেলেন হামিদ। দ্বিতীয় উইকেট হারাল ইংল্যান্ড।

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ১৭:০৯ key status

৬২ ওভারে ইংল্যান্ড ১৫৮-১

হামিদের সঙ্গী হিসেবে ক্রিজে এসেছেন দাভিদ মালান। তিনি খেলছেন ১৭ রানে। হামিদ অপরাজিত ৬৮ রানে।

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ১৬:৫৭ key status

বার্নস আউট

শামির দুরন্ত বলে ফিরে গেলেন বার্নস। ৬১ করেছেন তিনি।

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ১৫:৫৪ key status

ইংল্য়ান্ড ৪৭ ওভারে ১৩৩-০

হামিদ এবং বার্নসকে এখনও টলানো যায়নি। দুই ইংরেজ ওপেনার এখনও ক্রিজে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement