জয়ের কাছে এসেও টেস্ট হাতছাড়া। হতাশ ও বিরক্ত বিরাট কোহলী। ফাইল চিত্র
খুব কাছে এসেও বিরাট কোহলীর ভারতের প্রথম টেস্ট জেতা হল না। চা পানের বিরতির পর সিদ্ধান্তের কথা জানিয়ে দেন দুই আম্পায়ার।
বৃষ্টি ও খারাপ আবহাওয়া কাটিয়ে ভারত প্রথম টেস্ট জেতার সুযোগ পায় কিনা সেটাই দেখার।
ভারতীয় সময় অনুসারে সন্ধে ৭টা নাগাদ দুই আম্পায়ারের মাঠ পরিদর্শন করার কথা থাকলেও সেটা পিছিয়ে গেল। বৃষ্টি থামলে ফের মাঠে নামবেন দুই আম্পায়ার। এরপর শেষ দিনের খেলা শুরু করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। কত ওভারের খেলা হয় এখন সেটাই দেখার।
অবশেষে বৃষ্টি থামল। মাঠ কর্মীরা কভার সরানোর কাজ করছেন। ভারতীয় সময় অনুসারে সন্ধে ৭টা নাগাদ আবার মাঠ পরীক্ষা করবেন দুই আম্পায়ার। এরপর শেষ দিনের খেলা শুরু করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। কত ওভারের খেলা হয় এখন সেটাই দেখার।
ধারাভাষ্য দেওয়ার জন্য এই মুহূর্তে বিলেতে রয়েছেন দীনেশ কার্তিক। ২০০৭ সালে রাহুল দ্রাবিড়ের ভারত যখন টেস্ট সিরিজ জিতেছিল সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কার্তিক। তাঁর মনটাও বেশ খারাপ।
টানা বৃষ্টি ও মন্দ আলোর জন্য প্রথম সেশন নষ্ট হয়ে গিয়েছে। মাঠ কর্মীদের সঙ্গে বারবার কথা বলছেন দুই আম্পায়ার। সঙ্গে রয়েছেন দুই অধিনায়ক বিরাট কোহলী ও জো রুট। শেষ দিন ক্রিকেট প্রেমীরা শেষ দিন টানটান লড়াই দেখার অপেক্ষায় থাকলেও, এখনও পর্যন্ত সবার মনে হতাশা।
২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাই টেস্টের কথা মনে পড়ে যাচ্ছে। সেই টেস্ট জিততে হলে ভারতের দরকার ছিল ২২৯ রান। চতুর্থ দিন ১৯ রান তুলে সাজঘরে ফিরে গিয়েছিলেন দুই ওপেনার বীরেন্দ্র সহবাগ ও যুবরাজ সিংহ। তবে পঞ্চম দিন আর মাঠে নামার সুযোগ আসেনি। কারণ বৃষ্টির জন্য ম্যাচ ধুয়ে যায়।
দুই দল মাঠে নামার অপেক্ষায় থাকলেও উপায় নেই। কারণ বৃষ্টি এখনও থামেনি।
সারাদিন ধরেই হয়তো বৃষ্টি চলবে। এমনটাই জানা গিয়েছে। সেটা হলে দুটো দলই লড়াই করার সুযোগ হারাবে।