কোহলী ফিরতেই সব আশা শেষ। টেস্ট হার ছিল শুধু সময়ের অপেক্ষা। ছবি - টুইটার
মহম্মদ সিরাজকে ক্রেগ ওভার্টন আউট করতেই ২৭৮ রানে অল আউট হয়ে গেল ভারত। অলি রবিনসন ৬৫রানে ৫ উইকেট নিয়ে ভারতকে একাই শেষ করে দিলেন। ক্রেগ ওভার্টন নিলেন ৪৭ রানে ৩ উইকেট। ফলে এক ইনিংস ৭৬ রানে ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরালো জো রুটের ইংল্যান্ড।
২৭৮ রানে ৯ উইকেট হারাল ভারত। লিডস টেস্টে জয় থেকে আর মাত্র ১ উইকেট দূরে জো রুটের ইংল্যান্ড।
দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে জো রুটের দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিলেন অলি রবিনসন।
মইন আলির বলে আউট হলেন মহম্মদ শামি। ২৫৪ রানে ৭ উইকেট হারিয়ে ইনিংস হারের মুখে ভারত।
চতুর্থ দিনের সকালে চেতেশ্বর পুজারা, বিরাট কোহলীকে ফেরানোর পর এ বার পন্থকে আউট করলেন অলি রবিনসন। ২৩৯ রানে ৬ উইকেট হারিয়ে ইনিংসে হারের মুখে ভারত।
পুজারা, কোহলীর পর এ বার সাজঘরে ফিরে গেলেন অজিঙ্ক রহাণে। জেমস অ্যান্ডারসনের বলে খোঁচা দিয়ে জস বাটলারের হাতে ধরা পড়লেন ভারতের সহ অধিনায়ক। ২৩৯ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাকফুটে টিম ইন্ডিয়া।
টেস্টে ২৬তম অর্ধ শতরান করে অলি রবিনসনের বলে প্রথম স্লিপে থাকা জো রুটের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৫৫ রানে আউট হলেন বিরাট কোহলী। ২৩৭ রানে ৪ উইকেট হারাল ভারত।
ফের একবার জেমস অ্যান্ডারসনের থেকে বেঁচে গেলেন কোহলী। জিমির বাইরে যাওয়া বল জস বাটলারের হাতে গেলেই কোহলীকে আউট বলে ঘোষণা করেন আম্পায়ার। ঠিক সেই সময় অজিঙ্ক রহাণের পরামর্শে রিভিউ নেন ভারত অধিনায়ক। এবং বেঁচে যান। কারণ বলের সঙ্গে কোহলীর কোনও যোগাযোগ ছিল না। ওঁর ব্যাট প্যাডে লেগেছিল।
৮৩.৩ ওভারে অলি রবিনসনের ভেতরে আসা বল চেতেশ্বর পুজারা প্যাড দিয়ে খেললে লেগ বিফোরের আবেদন করে ইংল্যান্ড। সেই আবেদন আম্পায়ার খারিজ করলেও রিভিউ নেন জো রুট। রিভিউ তাঁর দলে পক্ষে যায়। ফলে ১৮৯ বলে ৯১ রান করে সাজঘরে ফিরে যান পুজারা। এ দিন কোনও রান যোগ না করেই উইকেট হারাল টিম ইন্ডিয়া। ২১৫ রানে ৩ উইকেট হারাল ভারত।
টেস্টের তৃতীয় দিন ২ উইকেটে ২১৫ রানে শেষ করার পর এ দিন এখনও পর্যন্ত কোনও রান যোগ করেনি ভারত।
দ্বিতীয় নতুন বলে নিয়ে বিরাট কোহলীর বিরুদ্ধে রান আপ শুরু করলেন জেমস অ্যান্ডারসন।