India vs England 2021

India vs England: লর্ডসে শতরান করে রাহুল ছুঁলেন সহবাগকে, সামনে এ বার গাওস্কর

লর্ডস টেস্টের প্রথম দিনে মার্ক উডের বলে চার মেরে শতরান রাহুলের। টেস্ট ক্রিকেটে ষষ্ঠ শতরান তাঁর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২১ ০৯:২১
Share:

লোকেশ রাহুলের শতরান। ছবি: রয়টার্স

বিদেশের মাঠে ভারতীয় ওপেনারের টেস্ট শতরান। এই দৃশ্য দেখার জন্য তিন বছর অপেক্ষা করতে হল ভারতীয় সমর্থকদের। তিন বছর আগে যিনি শতরান করেছিলেন, সেই লোকেশ রাহুলই ফের ওপেনার হিসেবে শতরান করলেন। গত বার ছিল ওভালে, এ বার ক্রিকেটের মক্কা, লর্ডসে।

বৃহস্পতিবার শতরান করার সঙ্গে সঙ্গেই রাহুল ছুঁয়ে ফেললেন বীরেন্দ্র সহবাগকে। বিদেশের মাটিতে দুই ভারতীয় ওপেনারেরই চারটি করে শতরান। এই তালিকার শীর্ষে সুনীল গাওস্কর। বিদেশের মাটিতে ১৫টি টেস্ট শতরান আছে ভারতের এই প্রাক্তন ওপেনারের।

Advertisement

লর্ডস টেস্টের প্রথম দিন মার্ক উডের বলে চার মেরে শতরান রাহুলের। টেস্ট ক্রিকেটে ষষ্ঠ শতরান তাঁর। ইংল্যান্ডের বিরুদ্ধেই করেছেন তিনটি। বৃষ্টি ভেজা লর্ডসে জেমস অ্যান্ডারসনদের উপর দাপট দেখালেন রাহুল। সঙ্গী ছিলেন রোহিত শর্মা। শতরান পেতে পারতেন তিনিও। ৮৩ রানের মাথায় অ্যান্ডারসনের বলে বোল্ড হন তিনি।

রোহিত, রাহুল জুটি ভারতকে লড়াই করার জমি দিয়েছে লর্ডসে। দিনের শেষে ভারতের স্কোর ২৭৬/৩। অপরাজিত রয়েছেন রাহুল। শুভমন গিল, ময়াঙ্ক আগরওয়াল চোট পাওয়ায় রাহুল ওপেন করছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement