James Anderson

India vs England 2021: অশ্বিনের ছবি ছিঁড়ে দিলেন অ্যান্ডারসন, ভিডিয়ো ভাইরাল

বিবিসি-র একটি অনুষ্ঠানে অশ্বিনের ছবি ছিঁড়ে ফেলেন ইংরেজ জোরে বোলার অ্যান্ডারসন। তার জেরে তুমুল সমালোচিত হচ্ছেন ইংরেজ জোরে বোলার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২১ অগস্ট ২০২১ ২১:২৫
Share:

জেমস অয়ান্ডারসন টুইটার

আবার আলোচনায় জেমস অ্যান্ডারসন। তাঁর দু’ বছর আগের একটি ভিডিয়ো এখন ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে রবিচন্দ্রন অশ্বিনের ছবি ছিঁড়ে ফেলছেন তিনি।

Advertisement

ভিডিয়োটি ২০১৯ সালের আইপিএল-এর। কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে অশ্বিন মানকাডিং (নন স্ট্রাইকার ব্যাটসম্যান বোলারের বল ছাড়ার আগে উইকেট ছেড়ে বেরিয়ে গেলে বোলার যদি রান আউট করেন) করেছিলেন রাজস্থান রয়্যালসের ইংরেজ ব্যাটসম্যান জস বাটলারকে। এ ভাবে রান আউট করা উচিত কিনা, তা নিয়ে ক্রিকেট বিশ্ব দু’ ভাগ হয়ে যায়।

সেই সময় বিবিসি-র একটি অনুষ্ঠানে অশ্বিনের ছবি ছিঁড়ে ফেলেন ইংরেজ জোরে বোলার অ্যান্ডারসন। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, অ্যান্ডারসনের কাছে জানতে চাওয়া হয়েছে, অশ্বিনের রান আউট করাকে তিনি কী ভাবে দেখছেন। জবাবে কোনও কথা না বলে ভারতীয় স্পিনারের ছবি ছিঁড়ে দেন অ্যান্ডারসন।

Advertisement

অ্যান্ডারসনের এই কীর্তির সমালোচনা হচ্ছে এখন। একজন নেটমাধ্যমে লিখেছেন, ‘এরা এরকমই করে। তারপরে এদের সমর্থকরা ক্রিকেটের স্পিরিট নিয়ে চিৎকার করে। জানি না কী করে এরা এত নীচে নামতে পারে। কোহলী, বুমরা ওদের স্লেজিং করে একদম ঠিক কাজ করেছে।’

আর একজন লিখেছেন, ‘ক্রিকেটার হিসেবে ওঁকে (অ্যান্ডারসন) শ্রদ্ধা করি। কিন্তু মানুষ হিসেবে একেবারেই নয়।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement