Virat Kohli

India vs England 2021: ইংল্যান্ডে কী ভাবে সময় কাটাচ্ছেন রহাণে, বিরাট, ইশান্তরা? দেখুন ছবি, ভিডিয়ো

অনুস্কা শর্মার সঙ্গে খাওয়ার ছবি পোস্ট করেন বিরাট কোহলী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ জুন ২০২১ ১৫:৪৪
Share:

খোশমেজাজে ভারতীয় দল টুইটার

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হার। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে ভারত। তার আগে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন বিরাট কোহলী, ইশান্ত শর্মারা। ইংল্যান্ডের বিভিন্ন জায়গা ঘুরে দেখছেন তাঁরা। আর সেই ছবি নেটমাধ্যমে ছড়িয়ে পড়ছে দ্রুত।

Advertisement

অনুষ্কা শর্মার সঙ্গে খাওয়ার ছবি পোস্ট করেন বিরাট কোহলী। ইনস্টাগ্রামে সেই ছবি দ্রুত ভাইরাল হয়। ইশান্ত ও ময়াঙ্ক আগরওয়াল সস্ত্রীক ঘুরতে যান স্টোন হেঞ্জে। ইশান্ত সেই ছবি পোস্ট করে লেখেন, ‘‘অসাধারণ প্রযুক্তিবিদ্যার নিদর্শন দেখে এলাম।’’

পরিবারের সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়েন রোহিত শর্মা ও অজিঙ্ক রহাণেও। সেই ছবি পোস্ট করেন রহাণে। তিনি লেখেন, ‘অনেক দিন ঘরে থাকার পর বেরোতে পেরে দারুণ খুশি আমাদের বাচ্চারা’।

Advertisement

ঘুরতে বেরিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিনও। সমুদ্রের ধারে হাঁটতে হাঁটতে ভিডিয়ো করেন তিনি। সেই ভিডিয়ো তুলে দেন তাঁর স্ত্রী। সেটাই অশ্বিন পোস্ট করেন নেটমাধ্যমে।

ছুটি কাটিয়ে ১৪ জুলাই একসাথে মিলিত হবেন ক্রিকেটাররা। তারপর প্রস্তুতি শুরু হবে। প্রস্তুতি চলাকালীন নিজেদের মধ্যে দল তৈরি করে খেলতে পারেন রোহিত-বিরাটরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগেও এ ভাবেই নিজেদের মধ্যে খেলেছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement