ক্লান্ত ছিলেন কোহলীরা। ফাইল ছবি
শুক্রবার সকালেই বিস্তর নাটকের পর স্থগিত হয়ে যায় ম্যাঞ্চেস্টার টেস্ট। কেন ভারতীয় ক্রিকেটাররা খেলতে গররাজি, তা জানতে পুরনো সতীর্থদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন দীনেশ কার্তিক। তারপরেই জানিয়েছেন, অনেক ভারতীয় ক্রিকেটার নাকি দুশ্চিন্তায় গভীর রাত পর্যন্ত ঘুম হয়নি।
সম্প্রচারকারী চ্যানেলে তিনি বলেছেন, “কিছু ক্রিকেটারের সঙ্গে আমার কথা হয়েছে। সিরিজ প্রায় শেষ হয়ে এসেছে। ওরা ক্লান্ত। একজন ফিজিয়ো নিয়ে এমনিই চিন্তা ছিল। তারও কোভিড হওয়ায় ওরা চিন্তায় পড়ে গিয়েছিল। দু’জন ফিজিয়ো। এই ম্যাচের আগে একজন হয়ে গেল। সে-ও করোনা আক্রান্ত হয়ে পড়ল। মানসিক ভাবে ওরা ঠিক জায়গায় ছিল না।”
এই ঘটনার ব্যাখ্যা দিয়ে কার্তিক আরও বলেছেন, “বেশিরভাগ ক্রিকেটার রাত তিনটে পর্যন্ত ঘুমোতে পারেনি। কারণ ওরা জানত না ম্যাচের জন্য তৈরি হতে হবে কিনা। ইংল্যান্ডের বোর্ডের সঙ্গে আলোচনা চলছিল। তাই অত রাতে ঘুমিয়ে পরের দিন টেস্ট ম্যাচ খেলা অসম্ভব ছিল। আরও একটা কথা ভাবুন, সেই মে মাসে ওরা এখানে এসেছে। চার মাস ইতিমধ্যেই কেটে গিয়েছে। আর কত জৈব বলয়ে থাকবে ওরা?”