mark wood

India vs England Test: চতুর্থ টেস্টে ইংল্যান্ড দলে নেই বাটলার, জায়গা পেলেন ওকস, উড

গোড়ালির চোটের কারণে গত বছর অগস্টে পাকিস্তানের বিরুদ্ধে শেষ বার টেস্ট খেলতে দেখা গিয়েছিল ওকসকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২১ ২৩:০৩
Share:

ক্রিস ওকস টুইটার

ওভাল টেস্টে ইংল্যান্ড দলে থাকছেন না জস বাটলার। শেষ টেস্টেও তাঁর দলে আসার সম্ভাবনা কম। দ্বিতীয়বার বাবা হতে চলেছেন ইংল্যান্ডের এই ক্রিকেটার। সেই কারণেই দলে নেই তিনি। বাটলারের জায়গায় দলে এসেছেন ক্রিস ওকস। দলে ফিরেছেন মার্ক উড

Advertisement

গোড়ালির চোটের কারণে গত বছর অগস্টে পাকিস্তানের বিরুদ্ধে শেষ বার টেস্ট খেলেছিলেন ওকস। কাঁধের চোট সারিয়ে ফিরছেন উডও। ইংরেজ কোচ ক্রিস সিলভারউড বলেন, ‘‘ওয়ারউইকশায়ারের হয়ে ওকে যে ভাবে বল করতে দেখেছি, তাতে মনে হয়েছে চোট পুরোপুরি সেরে গিয়েছে। ওকস বলের পাশাপাশি মিডল অর্ডারে ব্যাটও করতে পারে। আমরা এত দিন ওর অভাব বোধ করছিলাম।’’

ওকস আসায় জেমস অ্যান্ডারসন ও অলি রবিনসনের মধ্যে কাউকে বিশ্রাম দিতে পারে ইংরেজ ক্রিকেট দল। বাটলার না থাকায় জনি বেয়ারস্টো উইকেট রক্ষা করবেন। বাটলার ও তাঁর পরিবারকে শুভেচ্ছা জানান ইংরেজ কোচ। তিনি বলেন, ‘‘পরিবারে নতুন সদস্য আসছে। তাই বাটলার এবং ওর পরিবারের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।’’

Advertisement

দলে ফিরছেন মার্ক উডও টুইটার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement