জো রুটের মুখে জেমস অ্যান্ডারসনদের প্রশংসা। ছবি: রয়টার্স
সাড়ে তিন দিনে শেষ ভারত। চতুর্থ দিনে মধ্যাহ্নভোজের আগেই অল আউট বিরাট কোহলীরা। তৃতীয় দিনের প্রতিরোধ ভেঙে গেল দ্বিতীয় নতুন বলের সামনে। ইংরেজ অধিনায়ক জো রুটের মুখে জেমস অ্যান্ডারসনদের প্রশংসা।
ম্যাচ জিতে রুট বলেন, “দারুণ পারফরম্যান্স। জেমস অ্যান্ডারসন এবং অলি রবিনসন দুর্দান্ত শুরু করেছিল। তিনটে মেডেন নিল ওরা। উইকেট নেওয়ার জন্য জমি তৈরি করে দিল। সুযোগ পেতেই উইকেট তুলে নেয় ওরা। আমরা জানতাম পারব। প্রয়োজন ছিল ধারাবাহিকতার।”
শুধু বোলারদের নয়, ব্যাটসম্যানদের ও প্রশংসা করেন শতরানকারী অধিনায়ক। রুট বলেন, “বল হাতে যেমন দারুণ শুরু করেছিলাম, ব্যাট হাতেও ওপেনাররা সেটাই করল। শুক্রবার যখন আমাদের কোনও কিছুই ঠিক মতো হচ্ছিল না, জানতাম আজ নতুন বলে সুযোগ থাকবে। অ্যান্ডারসন টেস্ট ক্রিকেটে সেরা। দ্বিতীয় নতুন বল হাতে নিয়েই ও চাপ সৃষ্টি করতে শুরু করে। পুরো বোলিং গ্রুপের জন্য একটা ছন্দ বেঁধে দিল। এই বয়সেও কতটা ফিট ও। অন্যদের শেখা উচিত ওর থেকে।”
এই ম্যাচে দাউইদ মালানকে দলে নেয় ইংল্যান্ড। রুট বলেন, “খুব ভাল খেলল মালান। দেখে শুনে শুরু করল। তার পর সহজ হয়ে গেল উইকেটে। আন্তর্জাতিক মঞ্চে ব্যাট করার অভিজ্ঞতা কাজে লাগল ওর” নিজের শতরান নিয়েও খুশি রুট। তিনি বলেন, “অনেক সময় অল্পের শতরান হারিয়েছি। ইনিংস গড়ার কাজ শুরু করে ইমারতটা যে তৈরি করতে পেরেছি, আমি তাতেই খুশি। ঘরের মাঠে শতরান করার আনন্দই আলাদা।”
জস বাটলারের চোট নিয়ে চিন্তায় রুট। কয়েকদিনের মধ্যে স্পষ্ট হবে পরের ম্যাচে তাঁকে খেলতে দেখা যাবে কি না। স্যাম কারেনের ছন্দে না থাকা নিয়ে যদিও ভাবতে রাজি নন রুট। তিনি বলেন, “কারেনের দারুণ প্রতিভা। এই ম্যাচে হয়তো খেলতে পারেনি। খুব তাড়াতাড়ি ছন্দে ফিরবে ও।”