India vs England 2021

ফের বিরাট কোহলীদের খোঁচা মাইকেল ভনের, জবাব দিলেন ওয়াসিম জাফর

মাইকেল ভনের সঙ্গে ওয়াসিম জাফরের টুইট লড়াই থামছেই না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২১ ১৭:৪২
Share:

ফের লাগল ভন-জাফরের

মাইকেল ভনের সঙ্গে ওয়াসিম জাফরের টুইট লড়াই থামছেই না। প্রায় প্রতি ম্যাচেই একে অপরকে তোপ দাগতে দেখা যাচ্ছে। বৃহস্পতিবারের ম্যাচও তার ব্যতিক্রম নয়। টুইট-যুদ্ধে জড়িয়ে পড়লেন দু’জনেই।

Advertisement

বৃহস্পতিবার ইংল্যান্ডের ইনিংসের নবম ওভারের মাথায় টুইট করেন ভন। লেখেন, “একটা জিনিস ভাবছিলাম। সূর্যকুমার যাদব মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পাণ্ড্য মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। এমনিই বলছি আর কী।”

অর্থাৎ টুইটের মাধ্যমে ভারতীয় দলের মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটারদের গুরুত্ব কতটা সেটাই বোঝাতে চাইছিলেন ভন। আগেও তিনি এই কাজ করেছেন। ঠারেঠোরে বোঝাতে চেয়েছেন, ভারতীয় দলের থেকে মুম্বই ইন্ডিয়ান্সের দল অনেক ভাল।

Advertisement

পাল্টা টুইট করে ভনের নাম না নিয়ে জবাব দিয়েছেন জাফর। লিখেছেন, “যখন আপনি বলছেন যে আপনার দল কোনও আন্তর্জাতিক দলের কাছে নয়, হেরেছে মালিকানাধীন একটি দলের কাছে, তখন বিপক্ষকে নয়, আপনি অপমান করছেন নিজের দলকেই।” জাফরের টুইটে ব্যপক সাড়া মিলেছে। প্রায় প্রত্যেকেই বর্ষীয়ান ক্রিকেটারকে সমর্থন করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement