সৌরভের সঙ্গে জুড়ল ওয়াশিংটনের নাম। ছবি টুইটার
ব্যাট হাতে কতটা ভাল ছন্দে আছেন, সেটা আরও একবার বুঝিয়ে দিলেন ওয়াশিংটন সুন্দর। নাম তুলে ফেললেন সৌরভ গঙ্গোপাধ্যায়, অরুণ লাল, হার্দিক পাণ্ড্যদের সঙ্গে।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে চতুর্থ দিন অর্ধশতরান করার সঙ্গে সঙ্গে তিনি সৌরভদের পাশে জায়গা করে নিলেন। দেশ এবং বিদেশে, দুটি ক্ষেত্রেই অভিষেক টেস্টে অর্ধশতরান করার নজির গড়লন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ এবং শেষ টেস্টে অভিষেক হয়েছিল সুন্দরের। সেই ম্যাচে প্রথম ইনিংসে তিনি ৬২ রান করেছিলেন।
ভারতীয়দের মধ্যে এই কৃতিত্ব আছে আরও ৭ জনের। প্রথম এই নজির গড়েছিলেন রুসি মোদি। এরপর সুরিন্দর অমরনাথ, অরুণ লাল, সৌরভ, সুরেশ রায়না, হার্দিক পাণ্ড্য, ময়াঙ্ক আগারওয়াল এই কৃতিত্ব অর্জন করেছেন।
সুন্দর শেষ পর্যন্ত ৮৫ রান করে অপরাজিত থাকেন। তাঁর ১৩৮ বলের ইনিংসে ১২টি চার, ২টি ছয় রয়েছে। সুন্দর এই ইনিংস না খেললে ভারত প্রথম ইনিংসে ৩৩৭ রান তুলতে পারত না।