India

শ্রেয়সের প্রশংসা করলেও প্রথম টি ২০ ম্যাচ হেরে ব্যাটসম্যানদের দিকে আঙুল তুললেন বিরাট

টেস্ট খেলার পর টি ২০তে খেলার জন্য এই সমস্যা হয়েছে মানতে নারাজ ভারত অধিনায়ক। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২১ ০০:৪৭
Share:

শ্রেয়স আইয়ারের ব্যাটিংয়ের প্রশংসা করলেন বিরাট কোহলী। ছবি রয়টার্স।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি ২০ ম্যাচে ২৭ বল বাকি থাকতেই ৮ উইকেটে হারতে হওয়ায় দলের ক্রিকেটারদেরই দোষারোপ করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলী। ম্যাচ শেষে দলের ব্যাটসম্যানদের ওপর ক্ষোভ প্রকাশ করে ভারত অধিনায়ক বলেন, ‘‘আমরা বুঝতেই পারিনি এই উইকেটে কীভাবে খেলা উচিত। ভুল শট খেলে আউট হয়েছি, এটা আমাদের শোধরাতে হবে।’’

Advertisement

তবে শ্রেয়স আইয়ারের ব্যাটিংয়ের প্রশংসা করেন ভারত অধিনায়ক। তিনি বলেন, ‘‘কীভাবে ক্রিজকে ব্যবহার করা উচিত তা শ্রেয়স আমাদের দেখিয়েছে। পিচ থেকে সাহায্য পাওয়া গেলে প্রথম থেকেই চালিয়ে খেলা যায়। আমরা উইকেটে বেশি সময় থেকে তার চরিত্র বোঝার চেষ্টা করিনি। তবে ও সেই কাজ করার চেষ্টা করলেও আমরা অনেক উইকেট হারিয়ে ফেলায় ১৫০-১৬০ রানে পৌঁছতে পারিনি।’’

টেস্ট খেলার পর টি ২০তে খেলার জন্য এই সমস্যা হয়েছে মানতে নারাজ ভারত অধিনায়ক। তিনি বলেন, ‘‘আমরা শেষ কিছু টি ২০ সিরিজ জিতেছি। তাই এটা অজুহাত হতে পারে না। এই পাঁচটা ম্যাচ আমাদের হাতে আছে তারপর আমরা বিশ্বকাপে খেলব।তাই কিছু ব্যাপার আমরা দেখে নিতে চাইব এই সিরিজে। তবে ইংল্যান্ডকে হাল্কা ভাবে নিলে খুব ভুল হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement