India vs England 2021

রুটদের সামলাতে নিভৃতবাসে অভিনব প্রস্তুতি শুরু করেছেন বিরাট কোহালি

নীল ছাঠা ওরফে প্রফসি একজন ইন্দো-কানাডীয় গায়ক। তাঁর পঞ্জাবি গানেই মজেছেন বিরাট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২১ ১৭:৩৬
Share:

অনুশীলনে বিরাট কোহালি। ছবি: টুইটার থেকে

চেন্নাইয়ের হোটেলে নিভৃতবাসে রয়েছেন বিরাট কোহালিরা। দলের অনেক ক্রিকেটারের সঙ্গে তাঁদের পরিবার এলেও সদ্য কন্যা সন্তানের জন্ম দেওয়া অনুষ্কা শর্মা আসতে পারেননি। নিভৃতবাসে থাকা বিরাট সময় কাটাতে তাই বেছে নিয়েছেন গান আর শরীরচর্চাকে।

Advertisement

ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে পঞ্জাবি গানের সঙ্গে শরীরচর্চা করছেন বিরাট। পোস্টের নীচে তিনি লিখেছেন, ‘প্রফসি-র গান এবং শরীরচর্চার সরঞ্জাম, নিভৃতবাসে এইটুকুই দরকার। ইচ্ছে থাকলে যে কোনও জায়গাতেই কাজ করা যায়। সবার দিন ভাল কাটুক’।

নীল ছাঠা ওরফে প্রফসি একজন ইন্দো-কানাডীয় গায়ক। তাঁর পঞ্জাবি গানেই মজেছেন বিরাট। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের আগে নিজেকে তরতাজা রাখতে তাঁর গানই বেছে নিয়েছেন ভারত অধিনায়ক।

Advertisement

৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ইংল্যান্ড সিরিজ। বুধবার চেন্নাই আসে ভারতীয় দল। ইংল্যান্ডও সেই দিনই পৌঁছে গিয়েছিল। ২ ফেব্রুয়ারি থেকে অনুশীলনে নামতে পারবেন ক্রিকেটাররা। তার আগে নিজেদের ফিট রাখতে হোটেলের ঘরেই চলছে শরীরচর্চা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement