India vs England 2021

কোহালিদের মাথায় এখনই সীমিত ওভারের সিরিজ, বিজয় হজারে খেলতে দেওয়া হল না এই পেসারকে

আমদবাবাদের মোতেরা স্টেডিয়ামে আগামী ১২ মার্চ ভারত-ইংল্যান্ডের পাঁচ টি-টোয়েন্টি ম্যাচের প্রথম খেলা।

Advertisement

, সংবাদ সংস্থা

চেন্নাই শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৩৩
Share:

নটরাজনকে তরতাজা রাখতে চান কোহালিরা। ছবি টুইটার

সবে প্রথম টেস্ট শেষ হয়েছে। এর মধ্যেই ভারতীয় দল ভাবতে শুরু করেছে ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ নিয়ে। বোর্ডের অনুরোধে বিজয় হজারে ট্রফির জন্য ঘোষিত তামিলনাড়ুর দল থেকে ছেড়ে দেওয়া হল টি নটরাজনকে। সীমিত ওভারের সিরিজের আগে তাঁকে ফিট রাখতেই এই সিদ্ধান্ত।

Advertisement

তামিলনাড়ু রাজ্য সংস্থার সচিব আর এস রামস্বামী সংবাদ সংস্থাকে জানিয়েছেন, “সাদা বলের সিরিজ শুরুর আগে নটরাজনকে তরতাজা অবস্থায় চেয়েছিল বোর্ড এবং ভারতীয় শিবির। জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে আমরা সম্মতি দিয়েছি।” নটরাজনের জায়গায় ২০ জনের দলে সুযোগ পেলেন আর এস জগন্নাথ।

আমদবাবাদের মোতেরা স্টেডিয়ামে আগামী ১২ মার্চ ভারত-ইংল্যান্ডের পাঁচ টি-টোয়েন্টি ম্যাচের প্রথম খেলা। বিজয় হজারে চলবে ১৪ মার্চ পর্যন্ত। ফলে তামিলনাড়ু প্রতিযোগিতায় বেশি দূর গেলে চাপ পড়তে পারত নটরাজনের উপর। ঝুঁকি না নিয়ে তাঁকে সরিয়ে নেওয়া হল দল থেকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement