কাজে এল না স্যাম কারেনের লড়াই ছবি টুইটার
আট নম্বরে ব্যাট করতে নেমে যুগ্ম ভাবে সবচেয়ে বেশি রান করার বিশ্বরেকর্ড গড়লেন স্যাম কারেন। রবিবার ভারতের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে এই রেকর্ড গড়েন ইংরেজ এই অলরাউন্ডার। ৩৩০ রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট খোয়াতে থাকে ইংল্যান্ড। দাউইদ মালান অর্ধশতরান করলেও জয়ের জন্য তা একেবারেই যথেষ্ট ছিল না।
আট নম্বরে নেমে ৮৩ বলে ৯৫ রান করেন কারেন। তাঁর ব্যাটিং ইংরেজদের জয়ের কাছাকাছি নিয়ে গেলেও ৭ রানে হারতে হয় তাদের। ৮৫ রানের ইনিংসে ৩টি ছয় ও ৯টি চার মারেন কারেন।
এর আগে আট নম্বরে ব্যাট করতে নেমে ৯৫ রান করেছিলেন ইংল্যান্ডের আর এক ক্রিকেটার ক্রিস ওকস। ২০১৬ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে। তার সঙ্গেই যুগ্ম ভাবে আট নম্বরে ব্যাট করতে নেমে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়ে তুললেন কারেন।