Ravichandran Ashwin

স্বামীর পাশে দাঁড়িয়ে নিন্দুকদের একহাত নিলেন অশ্বিন-ঘরণী

শুধু এই মাঠের বাইশ গজ নয়, অশ্বিনকেও অনেক কটাক্ষ হজম করতে হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৬:২৫
Share:

স্বামীর পাশে দাঁড়িয়ে নিন্দুকদের ‘ট্রোল’ করলেন প্রীতি। ফাইল চিত্র

চলতি দ্বিতীয় টেস্টে দারুণ ছন্দে রয়েছেন ‘ঘরের ছেলে’ রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসে ৪৩ রানে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি এ বার ঘরের মাঠে ব্যাট হাতেও কামাল দেখাচ্ছেন তিনি। যদিও চিপকের স্পিনিং পিচ নিয়ে কিন্তু বিতর্ক তুঙ্গে।

Advertisement

মার্ক ওয় থেকে মাইকেল ভন সবাই চেন্নাইয়ের পিচের সমালোচনায় মুখর। শুধু এই মাঠের বাইশ গজ নয়, অশ্বিনকেও অনেক কটাক্ষ হজম করতে হয়েছে। আর তাই এবার স্বামীর পাশে দাঁড়িয়ে নিন্দুকদের উল্টে ‘ট্রোল’ করলেন প্রীতি অশ্বিন।

যে পিচে বিরাট ছাড়া আর কেউ সফল হয়নি, সেখানে অশ্বিন ইংরেজ বোলারদের উপর আক্রমণ করে টেস্ট ক্রিকেটে পঞ্চম শতরান সেরে ফেললেন। মাঠে বসেই সেই ইনিংসের সাক্ষী থাকল তাঁর পরিবার। আর স্বামীর এমন দাপুটে ব্যাটিং দেখে নিন্দুকদের কটাক্ষ করে টুইট করলেন প্রীতি। ওঁর অর্ধ শতরানের পর লেখেন, “আমার স্বামী তো দেখছি সবাইকে ‘ট্রোল’ করছে।” চিপকের তথাকথিত ‘বাজে পিচ’-এ অশ্বিনের এই মারকাটারি ইনিংস দেখেই এমন টুইট করেছেন অশ্বিন-ঘরণী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement