India vs England 2021

১০০ বছরের পুরনো নজির ফিরিয়ে আনলেন অশ্বিন

ইংরেজদের দ্বিতীয় ইনিংসের শুরুতেই ঝটকা দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২১ ১৪:০৯
Share:

উইকেট পাওয়ার পর বিরাটের সঙ্গে উচ্ছ্বাস অশ্বিনের। ছবি পিটিআই

প্রথম ইনিংসে ইংল্যান্ডের থেকে অনেক কম রানে থেমে গেলেও, ইংরেজদের দ্বিতীয় ইনিংসের শুরুতেই ঝটকা দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম বলেই ফিরিয়ে দেন রোরি বার্নসকে। অশ্বিনের বলের অতিরিক্ত বাউন্স বার্নসের ব্যাট ছুঁয়ে স্লিপে অজিঙ্ক রাহানের হাতে জমা পড়ে। এর সঙ্গে সঙ্গেই টেস্টে ১০০ বছরেরও বেশি পুরনো নজির ফিরিয়ে আনলেন অশ্বিন।

Advertisement

তৃতীয় স্পিনার হিসেবে কোনও টেস্ট ইনিংসের প্রথম বলেই উইকেট নেওয়ার নজির গড়লেন অশ্বিন। শেষবার এই জিনিস করে দেখিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার বার্ট ভোগলার। ১৯০৭ সালে সেই কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি। স্পিনার হিসেবে প্রথম বলেই উইকেট নেওয়ার প্রথম দৃষ্টান্ত রয়েছে ইংল্যান্ডের ববি পিলের। ১৮৮৮ সালে সেই কৃতিত্ব অর্জন করেছিলেন।

প্রথম ইনিংসে ১৪৬ রানে ৩ উইকেট নিয়েছিলেন অশ্বিন। কিন্তু দলের ১৩৭তম ওভারে ক্রিজের বাইরে তাঁর পা পড়ায় নো-বল হয়। টেস্টে প্রথম বার ক্রিজের বাইরে পা পড়ায় নো-বল হল অশ্বিনের। এর আগে কেরিয়ারে ২০,৬০০-রও বেশি ডেলিভারি করলেও কোনওদিন তাঁর পা বাইরে যায়নি।

Advertisement

প্রথম ইনিংসে মোট ৫৫.১ ওভার বল করেছেন অশ্বিন। ভারতের হয়ে এক ইনিংসে এর আগে এত ওভার হাত ঘোরাননি তিনি। ২০১১-১২ মরশুমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেড টেস্টে ৫৩ ওভার বল করেছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement