India vs England 2021

এক সঙ্গে মধ্যাহ্নভোজ, জৈব সুরক্ষা বলয়ের ভাল দিক দেখালেন রবি শাস্ত্রী

জয়ের পর একা একা আনন্দ করা নয়, ভারতীয় দল এক সঙ্গে মিলে উৎসবে ব্যস্ত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২১ ১৮:৩৩
Share:

মধ্যাহ্নভোজে ভারতীয় দল। ছবি: টুইটার থেকে

পুণের মাঠে সিরিজের প্রথম একদিনের ম্যাচে জয়। জৈব সুরক্ষা বলয়ের জন্য উৎসবে কিছু বাধা রয়েছে। তবে বিরাট কোহলীদের দেখা গেল হোটেলে একসঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দিতে। রবি শাস্ত্রীর টুইট করা একটা ছবিতে দেখা গেল দলের বেশ কিছু ক্রিকেটারকে। রয়েছেন কোহলী, রোহিত শর্মা, ঋষভ পন্থ, যুজবেন্দ্র চহাল, হার্দিক এবং ক্রুণাল পাণ্ড্যরা। সঙ্গে ছিলেন শাস্ত্রী-সহ ভারতীয় দলের বাকি কোচেরা।

Advertisement

ছবিটি টুইট করে শাস্ত্রী লেখেন, ‘যে দল এক সঙ্গে থাকে। জৈব সুরক্ষা বলয় থাকুক বা না থাকুক। হার জিত লেগেই থাকবে, অন্যরা সেই দিকে তাকিয়ে থাকবে। পুণেতে কাটানো একটা দারুণ দিন’। লিভারপুলের জার্সি গায় দেখা গেল পন্থকে। তাঁর পাশেই কোহলী জড়িয়ে ধরেছেন রোহিত এবং চহালকে। ছবিতে রয়েছেন শার্দূলও।

শাস্ত্রী বলেন, “জৈব সুরক্ষা বলয়ের ভাল দিক যে সবাই একসঙ্গে থাকে। এর ফলে নিজেদের মধ্যে বোঝাপড়া অনেকটাই বেড়ে যায়। দলের মধ্যে ক্রিকেট নিয়ে আলোচনা চলতে থাকে যা সাফল্য এনে দিতে বাধ্য।” ভারতীয় দল যেন কোচের সেই বক্তব্যই মেনে চলছেন। জয়ের পর একা একা আনন্দ করা নয়, দল একসঙ্গে মিলে উৎসবে ব্যস্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement