প্রথম ম্যাচে জয়ের পরেও বদলে ফেলতে হবে প্রথম একাদশ। শ্রেয়স আইয়ারের কাঁধে চোট। সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন বলে শোনা যাচ্ছে। রোহিত শর্মারও চোট রয়েছে হাতে। এমন অবস্থায় দলে বদল নিশ্চিত। দেখে নেওয়া যাক ভারতীয় দলের সম্ভাব্য একাদশ।
শিখর ধওয়ন: ২ রানের জন্য শতরান হাতছাড়া করেছেন প্রথম ম্যাচে। টি২০ ক্রিকেটে ব্যর্থ হলেও একদিনের ক্রিকেটে ওপেনিংয়ে তাঁর ওপরেই ভরসা রেখেছিলেন বিরাট কোহলী। ম্যাচের সেরা হয়ে সেই ভরসা রেখেছেন তিনি।
রোহিত শর্মা: ব্যাট করার সময় হাতে চোট পেয়েছিলেন। ফিল্ডিং করতে পারেননি। শ্রেয়স ছিটকে গেলেও তাঁর চোট কতটা তা এখনও জানা যায়নি। সুস্থ থাকলে তিনি খেলছেনই। না হলে শুভমন গিল নামতে পারেন।
বিরাট কোহলী: ঘরের মাঠে ১০ হাজার আন্তর্জাতিক রান তাঁর দখলে। প্রথম ম্যাচে বেশ ছন্দে দেখাচ্ছিল তাঁকে। হঠাৎ করেই যেন উইকেট দিয়ে আসেন। অর্ধ শতরান পেলেও সমর্থকরা তাঁর ব্যাট থেকে শতরান দেখতে চাইছেন।
সূর্যকুমার যাদব: টি২০ ম্যাচে প্রথম ইনিংসেই নজর কেড়েছিলেন। সুযোগ পেতে পারেন একদিনের ক্রিকেটেও। শ্রেয়স চোটের জন্য বাদ যাওয়ায় প্রথম একাদশে দেখা যেতেই পারে তাঁকে।
লোকেশ রাহুল: ঋষভ পন্থ নয়, একদিনের ক্রিকেটে তাঁকেই বেছে নেওয়া হয়েছে উইকেটরক্ষক হিসেবে। ঝোড়ো ইনিংসে বুঝিয়ে দিয়েছেন ছন্দ ফিরে পেয়েছেন। এমন একজন ব্যাটসম্যানকে মাঠের বাইরে রাখতে চাইবে না ভারত।
হার্দিক পাণ্ড্য: তাঁর মতো একজন অলরাউন্ডার দলে থাকা মানে সব সময়ই বাড়তি সুবিধা। দাদার সাফল্যে তাঁকেও আবেগে ভাসতে দেখা গিয়েছে। পরের ম্যাচে তাঁর ব্যাট থেকেও বড় রান চাইবেন সমর্থকরা।
ক্রুণাল পাণ্ড্য: অভিষেকেই রেকর্ড। টি২০ ক্রিকেটে ১৮টি ম্যাচ খেলে ফেললেও প্রথম বার খেললেন ৫০ ওভারের আন্তর্জাতিক ম্যাচ। অপরাজিত ৫৮ রান সঙ্গে একটি উইকেট। রবীন্দ্র জাডেজাকে দলে ফিরতে লড়াইয়ে ফেলতে পারেন তিনি।
ওয়াশিংটন সুন্দর: সুযোগ দেওয়া হয়েছিল কুলদীপ যাদবকে। ৯ ওভারে ৬৮ রান দেন তিনি। ওয়াশিংটনকে পরের ম্যাচে সুযোগ দিতেই পারে ভারত।
শার্দূল ঠাকুর: ৬ ওভার বল করে ৩ উইকেট তুলে নেন তিনি। সাদা বলের ক্রিকেটে ত্রাস হয়ে উঠছেন এই পেসার।
ভুবনেশ্বর কুমার: তাঁর অভিজ্ঞতা বড় সম্পদ। ভারতীয় দলে সব চেয়ে অভিজ্ঞ পেসার তিনিই। ইংরেজ ব্যাটসম্যানদের কাবু করতে পারেন সুইংয়ে।
প্রসিদ্ধ কৃষ্ণ: একদিনের ক্রিকেটে প্রথম ভারতীয় যিনি অভিষেক ম্যাচে ৪ উইকেট নিলেন। তাঁর এই স্বপ্নের শুরু যে প্রথম ম্যাচের পর থেমে যাবে না তা বলাই যায়। দ্বিতীয় ম্যাচেও তাঁকেই দেখা যেতে পারে প্রথম একাদশে।