India vs England 2021

India vs England 2021: প্রথম দিন ভারতের, ২৭৬ রানে তিন উইকেট হারিয়েছে ভারত

প্রথম টেস্টে বৃষ্টির কারণে কার্যত জেতা ম্যাচ ড্র হয়েছে কোহলীদের। লর্ডস তাদের কাছে পয়া মাঠ। সেখানে তাঁরা সিরিজে এগিয়ে যেতে মরিয়া।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২১ ১৫:০৬
Share:

শতরান রাহুলের ছবি রয়টার্স

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১২ অগস্ট ২০২১ ২৩:৫৪ key status

শেষ প্রথম দিনের খেলা

চালকের আস্নে ভারত। উইকেটে আছেন অজিঙ্ক রহাণে ও রাহুল। ভারতের রান তিন উইকেটে ২৭৬ রান

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২১ ২৩:২৯

আউট বিরাট কোহোলী

রবিনসনের বলে আউট হয়ে ফিরলেন বিরাট। ১০৩ বলে ৪২ রান করে আউট হলেন তিনি। ভারতের রান ৩ উইকেট হারিয়ে ২৬৭।  

Advertisement
শেষ আপডেট: ১২ অগস্ট ২০২১ ২২:৫৮ key status

শতরান রাহুলের

২৪৬ রান করে ফেলেছে ভারত। শতরান করলেন রাহুল।  

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২১ ২২:৪০

৭৩ ওভার শেষে ভারতের রান ২২৫

জুটি ভাঙতে চেষ্টা করছে ইংল্যান্ড। তবে উইকেট কামড়ে পড়ে রয়েছেন বিরাট-রাহুল। 

Advertising
Advertising
শেষ আপডেট: ১২ অগস্ট ২০২১ ২২:১৯

ভাল খেলছেন বিরাট-রাহুল জুটি

ভয়ঙ্কর হতে থাকা ভারতীয় জুটিকে ভাঙতে মরিয়া ইংল্যান্ড। ৬৮ ওভার শেষে ভারতের রান ২ উইকেট হারিয়ে ২১১। 

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২১ ২১:৫৭ key status

২০০ রান করে ফেলল ভারত

ভারতকে ভরসা যোগাচ্ছেন অধিনায়ক বিরাট ও রাহুল। ভারতের রান ৩ উইকেটে ২০২।

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২১ ২১:৪১

ভারত ৬০ ওভারে ১৮৯-২

শতরানের দিকে এগোচ্ছেন রাহুল। তিনি অপরাজিত ৭৫ রানে। সঙ্গী কোহলী রয়েছেন ৮ রানে।

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২১ ২১:১৯ key status

ভারত ৫৫ ওভারে ১৬৪-২

ক্রিজে রয়েছেন রাহুল (৫৯) এবং কোহলী (৩)।

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২১ ২১:০৭ key status

অর্ধশতরান রাহুলের

প্রথম টেস্টের মতোই দৃঢ়প্রতিজ্ঞ মনোভাব নিয়ে খেলছেন রাহুল। আপাতত ৫৫ রানে অপরাজিত তিনি।

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২১ ২০:৩৬ key status

আউট পূজারা

আবার ধাক্কা দিলেন অ্যান্ডারসন। ৯ রানে ফিরলেন পূজারা।

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২১ ২০:০৬ key status

আউট রোহিত

অবশেষে প্রথম উইকেটের পতন ভারতের। ফিরে গেলেন শতরানের দোরগোড়ায় থাকা রোহিত শর্মা (৮৩)।

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২১ ২০:০৩ key status

ভারত ৪৩ ওভারে ১২৬-০

ক্রিজে রয়েছেন রোহিত (৮৩) এবং রাহুল (৩৩)।

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২১ ১৯:২০ key status

১০০ পেরোল ভারত

ওপেনিং জুটিতে কোনও উইকেট না হারিয়েই শতরানের গন্ডি পেরিয়ে গেল ভারত।

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২১ ১৯:০৮ key status

বল করতে এলেন মইন

ইংরেজ পেসাররা ক্লান্ত। জো রুট তাই এ বার স্পিনার মইন আলিকে আক্রমণে নিয়ে এলেন।

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২১ ১৮:৫১ key status

অর্ধশতরান রোহিতের

লর্ডস টেস্টেও ছন্দে রোহিতের। অনায়াসে পেরিয়ে গেলেন পঞ্চাশ রানের গন্ডি।

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২১ ১৮:২৫ key status

খেলা শুরু

মধ্যাহ্নভোজের বিরতির পর শুরু হল খেলা। ক্রিজে রোহিত এবং রাহুল।

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২১ ১৭:২৮ key status

বন্ধ খেলা

বৃষ্টিতে বন্ধ রয়েছে খেলা। ভারত ১৮.৪ ওভারে ৪৬-০।

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২১ ১৭:০৩ key status

আক্রমণাত্মক রোহিত

কারেনকে এক ওভারে চারটি চার মারলেন রোহিত। ভারতের রান ১৫ ওভারে ৩৮-০।

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২১ ১৬:৪৮ key status

ভারত ১০ ওভারে ১১-০

মেঘলা আকাশের নিচে অ্যান্ডারসনদের সামলাচ্ছেন রোহিত এবং রাহুল।

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২১ ১৬:১৯ key status

ভারত ৫ ওভারে ৬-০

ক্রিজে রোহিত শর্মা (৫) এবং রাহুল (১)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement