Krunal Pandya

ক্রুণালকে দিয়ে ১০ ওভার বল করানো যাবে না: সুনীল গাওস্কর

দ্বিতীয় একদিনের ম্যাচে জনি বেয়ারস্টো ও বেন স্টোকসের ওপর সেভাবে চাপ সৃষ্টি করতে পারেননি ভারতীয় বোলাররা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২১ ২১:২০
Share:

ক্রুণালের বোলিং নিয়ে খুশি নন গাওস্কর ছবি টুইটার

প্রথম একদিনের ম্যাচে ভাল খেললেও ভারতীয় দলের পঞ্চম বোলার হিসেবে ১০ ওভার বল করা সম্ভব নয় ক্রুণাল পাণ্ড্যর পক্ষে। এমনটাই মনে করেন সুনীল গাওস্কর। দ্বিতীয় একদিনের ম্যাচের পর সম্প্রচারকারী চ্যানেলে ভারতের প্রাক্তন ব্যাটসম্যান বলেন, ‘‘দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতীয় বোলাররা একেবারেই ভাল বল করতে পরেনি। ক্রুণালের পক্ষে ১০ ওভার বল করা সম্ভব নয়। তাই ওকে পঞ্চম বোলার হিসেবে ব্যবহার করা যাবে না। শুক্রবার দলে যুজবেন্দ্র চহালের মত বোলার দরকার ছিল।’’

Advertisement

তিনি আর বলেন,‘‘ক্রুণাল ও হার্দিক মিলিয়ে ১০ ওভার বল করতেই পারে। তবে তৃতীয় একদিনের ম্যাচের আগে ভারতের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ বোলার নিয়ে চিন্তা ভাবনা করা খুবই জরুরী।’’ দ্বিতীয় একদিনের ম্যাচে জনি বেয়ারস্টো ও বেন স্টোকসের ওপর সেভাবে চাপ সৃষ্টি করতে পারেননি ভারতীয় বোলাররা। এমনটাই মত গাওস্করের।

তিনি বলেন, ‘‘সাত নম্বরে ক্রুণাল ব্যাট করতে এলে বুঝতে হবে ওকে বোলিং অল রাউন্ডার হিসেবে দলে নেওয়া হয়েছে। তবে বর্তমানে ওর ব্যাট করার কোনও নির্দিষ্ট জায়গা নেই। ওকে ৫ নম্বরে নামানো আর ৪-৫ ওভার বল করানো উচিত। ষষ্ঠ বোলার হিসেবে হার্দিককে ব্যবহার করা যেতে পারে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement