India vs England 2021

ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজেও বুমরাহীন ভারত, কারণ?

শেষ টেস্টে ড্র করলেই সুযোগ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে পাওয়া যাবে না বুমরাকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ মার্চ ২০২১ ০৯:৫১
Share:

একদিনের সিরিজেও অনিশ্চিত বুমরা। —ফাইল চিত্র

যশপ্রীত বুমরা আগেই জানিয়ে দিয়েছিলেন চতুর্থ টেস্ট খেলবেন না। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ দলেও তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। ভারতীয় দলের জার্সি গায় ফের কবে দেখা যাবে বুমরাকে? আপাতত সমর্থকদের অপেক্ষা দীর্ঘ হতে চলেছে। একদিনের সিরিজেও অনিশ্চিত ভারতীয় পেসার।

Advertisement

টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। শেষ টেস্টে ড্র করলেই সুযোগ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে পাওয়া যাবে না বুমরাকে। ‘ব্যক্তিগত’ কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। বুমরা না থাকায় তাঁর পরিবর্তে কে খেলবেন চতুর্থ টেস্ট, সেই নিয়ে উঠছে প্রশ্ন। ইশান্ত শর্মার সঙ্গী হিসেবে উমেশ যাদব নাকি মহম্মদ সিরাজ? সেই নিয়ে চলছে আলোচনা।

টি২০ সিরিজে বুমরাকে বিশ্রাম দিয়ে সুযোগ দেওয়া হয়েছিল তরুণদের। ৩ ম্যাচের একদিনের সিরিজে তিনি না খেললে সেখানেও সুযোগ পাবেন তরুণরা। সাদা বলের লড়াইয়ে বেশ কিছু পেসারকে দেখে নেওয়ার সুযোগ পাবেন বিরাট কোহালিরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement