joe root

৫ উইকেট, অনন্য নজির বোলার জো রুটের

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২১ ১৮:০৮
Share:

উচ্ছসিত রুট ছবি টুইটার

বোলার হিসেবে ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। ভারতের বিরুদ্ধে মোতেরায় ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কৃপণ বোলার হিসেবে ৫ উইকেট তুলে নেন রুট। মাত্র ৮ রান দিয়ে ৫ উইকেট পেয়ে ইংল্যান্ডকে খেলায় ফেরান তিনি।

Advertisement

এর আগে টিম মে ও মাইকেল ক্লার্কের দখলে ছিল এই নজির। দুজনেই ৯ রান দিয়ে ৫ উইকেট নেন। টিম মে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অ্যাডিলেডে আর ক্লার্ক ভারতের বিরুদ্ধে মুম্বইয়ে এই নজির গড়েন। ইংরেজ ক্রিকেটারদের মধ্যে ইয়ান বথাম ১৯৮১ সালে এজবাস্টনে ১১ রান দিয়ে ৫ উইকেট পেয়েছিলেন।

মাত্র ৬.২ ওভার বল করেই ৫ উইকেট পান রুট। তাঁর বলে প্যাভেলিয়ানের রাস্তা ধরতে হয় ঋষভ পন্থ (১), রবিচন্দ্রন অশ্বিন (১৭), ওয়াশিংটন সুন্দর (০), অক্ষর প্যাটেল (০) ও যশপ্রীত বুমরাকে (১)। প্রথম ইনিংসে ১১২ রানে সব উইকেট হারিয়ে ফেলার পর ভারতকেও ১৪৫ রানে অল আউট করে দেয় ইংরেজরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement