টেস্ট ক্রিকেটে ৩ দিন বা আড়াই দিনে ম্যাচ শেষ হয়ে যাওয়ার নিদর্শন ভুরিভুরি। তবে ২ দিনও খেলা গড়ায়নি এমন ঘটনা বিরল নয় বলাই যায়। ২১ শতকে এখনও অবধি ৭ বার এমন ঘটনা ঘটল। যার মধ্যে ভারতীয় দলের নাম জড়িয়েছে দুটো ম্যাচে।
১৮৮২ সালে প্রথম কোনও টেস্ট ম্যাচ ২ দিনে শেষ হয়ে গিয়েছিল। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের সেই ম্যাচ হয়েছিল ওভালে। ঘরের মাঠে লজ্জাজনক ভাবে হারতে হয়েছিল ইংল্যান্ডকে।
১৯ শতকে ৯ বার এমন ঘটনা ঘটে। ২ দিনের মধ্যেই টেস্ট শেষ হয়ে যাওয়ার মতো আশ্চর্য ঘটনা টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখনও অবধি ২২ বার ঘটেছে।
বিংশ শতকে এমন ঘটনা ঘটেছিল ৬ বার। শেষ বার ঘটেছিল ১৯৪৬ সালে নিউজিল্যান্ডের মাটিতে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সে বার ২ দিনেই হেরে গিয়েছিল কিউইরা।
৫৪ বছর পর ২০০০ সালে ফের ২ দিনে শেষ হয়ে যায় টেস্ট। ওয়েস্ট ইন্ডিজকে ইংল্যান্ডের কাছে হারতে হয় সেই ম্যাচ। ইংল্যান্ড নিজেদের মাটিতে দুরমুশ করেছিল ক্যারিবিয়ানদের।
২০০২ সালে লজ্জায় মুখ ঢেকে ছিল পাকিস্তানের। অস্ট্রেলিয়ার মাটিতে ২ দিনে হেরে গিয়েছিল তারা। তবে সব চেয়ে বেশি বার যে দেশ ২ দিনে টেস্ট হেরেছে তা হল জিম্বাবোয়ে।
কখনও নিজেদের মাঠে, কখনও বিদেশের মাটিতে ২ দিনেই টেস্ট হারতে হয়েছে তাদের। ২০০৫ সালে ২ বার ২ দিনে টেস্ট হেরে যায় জিম্বাবোয়ে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের মাঠেই প্রথম বার ২ দিনে টেস্ট হারে জিম্বাবোয়ে। সেই বছরেই নিজেদের মাটিতে একই ভাবে টেস্ট হারতে হয় তাদের।
সে বার প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। একই বছরে দুটো আলাদা দলের বিরুদ্ধে জিম্বাবোয়েকে এমন লজ্জার মুখে পড়তে হয়েছিল।
১২ বছর পর ফের ২ দিনে টেস্ট হারে জিম্বাবোয়ে। এ বারেও প্রতিপক্ষ সেই দক্ষিণ আফ্রিকা। ২০১৭ সালের সেই ম্যাচ হয়েছিল আফ্রিকায়।
২০১৮ সালে প্রথম টেস্ট খেলার সুযোগ পায় আফগানিস্তান। ভারতের বিরুদ্ধে সেই ম্যাচে ২ দিনেই হেরে গিয়েছিলেন আফগানরা। বিরাট কোহালি সেই ম্যাচে খেলেননি।
২০২১ সালে ইংল্যান্ড টেস্ট হারল ২ দিনে। ম্যাচ জিতে বিরাট বলেন, “এত তাড়াতাড়ি সব কিছু ঘটতে কখনও দেখিনি।” ভারত দ্বিতীয় বার ২ দিনে টেস্ট জিতলেও বিরাটের এমন অভিজ্ঞতা প্রথম বার।