India vs England 2021

চতুর্থ টি২০ ম্যাচ জিতেও ক্ষুব্ধ বিরাট কোহলী

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি২০ ম্যাচে ৮ রানে জয় পাওয়ার পরও আম্পায়ারের ভুল সিদ্ধান্ত নিয়ে সরব হলেন বিরাট কোহলী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২১ ০১:৪৫
Share:

বিরাট কোহলী ছবি টুইটার

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি২০ ম্যাচে ৮ রানে জয় পাওয়ার পরও আম্পায়ারের ভুল সিদ্ধান্ত নিয়ে সরব হলেন বিরাট কোহলী। ম্যাচ শেষে ভারত অধিনায়ক বলেন, ‘‘আম্পায়ারের আপাত দৃষ্টিতে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত নিচ্ছেন। যেমনটা হয়ে থাকে ডিআরএসের ক্ষেত্রেও। এটা বন্ধ হওয়া দরকার। নয়ত এই ধরনের সিদ্ধান্ত বড় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ আমাদের ক্ষেত্রে এটা হয়েছে, কাল অন্য দলও এই সমস্যার সম্মুখীন হতে পারে। এই ধরনের ম্যাচে আমরা আরও বেশি স্বচ্ছতা আশা করি।’’

Advertisement

ভারতের ইনিংসের ১৪তম ওভারে ফাইন লেগে সূর্যকুমার যাদবের ক্যাচ ধরেন ডেভিড মালান। আম্পায়ারের আপাত দৃষ্টিতে আউট বলে মনে হয়। তৃতীয় আম্পায়রও আউট দেন। কিন্তু রিপ্লেতে দেখা যায় বল মাটি ছুঁয়েছে। এই নিয়েই শুরু হয় বিতর্ক।

মোতেরার উইকেটের প্রশংসা করেন বিরাট। তিনি বলেন, ‘‘এই ম্যাচে উইকেট বেশ ভাল ছিল। আমরা সেই কারণেই এতগুলো রান করতে পেরেছি। তবে শিশির পড়েছে অন্য দিনের তুলনায় অনেক বেশি। আমরা ১৮০-র বেশি রান করতে চেয়েছিলাম।’’

Advertisement

প্রথম ম্যাচে খেলতে নেমে অসাধারণ ব্যাট করেন সূর্যকুমার যাদব। তাঁর প্রশংসা করে বিরাট বলেন, ‘‘ও দারুণ ব্যাট করেছে। আমাদের অবাক করেছে। এর আগে ঈশান কিষাণও ওর অভিষেক ম্যাচে অসাধারণ ব্যাট করেছিল। আইপিএলের দৌলতে আমরা বেশ কিছু সাহসী ক্রিকেটারকে দেখছি। আমি এদের অনুরাগী হয়ে উঠছি ধীরে ধীরে। টি২০ বিশ্বকাপের আগে এই সিরিজের শেষ ম্যাচ ছাড়া আমাদের আর টি২০ ম্যাচ নেই। তবে আমরা আশাবাদী ভাল কিছু করতে পারব। বল হাতে শার্দূলও ভাল করেছে। প্রথম ছয় ওভারে আমরা ইংল্যান্ডকে আটকে রাখতে পেরেছি। আর চাপ বাড়াতে পেরেছি ওদের ওপর।’’

চোট সারিয়ে ফিরে হার্দিক পাণ্ড্য চার ওভার বল করতে পারায় খুশি ভারত অধিনায়ক। তবে দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করেননি বিরাট। তা নিয়ে চিন্তার কারণ নেই বলেই জানালেন তিনি। বিরাট বলেন, ‘‘আমার পায়ে অল্প চোট লেগেছে। তবে আমি সেই চোট আর বাড়তে দিতে চাইনি। তাই বিশ্রাম নিয়েছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement